shono
Advertisement

প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব, দিকে দিকে গেরুয়া শিবিরের বিক্ষোভ নিয়ে পালটা দিল তৃণমূল

কী বললেন কুণাল ঘোষ?
Posted: 04:26 PM Oct 13, 2023Updated: 04:26 PM Oct 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত কিছুদিনে বারবার প্রকাশ্যে এসেছে বিজেপির গোষ্ঠীকোন্দল। সল্টলেক ও মুরলীধর সেন লেনে বিজেপির কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখায় দলেরই একাংশ। যার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করেছিল বিজেপি। এবার পালটা দিল তৃণমূল। কুণাল ঘোষ বললেন, “খবর পেয়েছি শুভেন্দুই আছে এর পিছনে, বিজেপি খোঁজ নিক।”

Advertisement

নতুন জেলা সভাপতি নির্বাচনের পর জেলায় জেলায় কর্মী বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল। বৃহস্পতিবার বিজেপি বাঁচাও মঞ্চের তরফে রাজ্য বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেনের অফিসের সামনের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। একাধিক জেলার কর্মী-সমর্থকদেরা বিক্ষোভে সামিল হন। বিজেপি দপ্তরের সামনে অমিতাভ চক্রবর্তী, সুকান্ত মজুমদার-সহ রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে উগরে দেন ক্ষোভ। চলে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে স্লোগানিং, পোড়ানো হয় কুশপুত্তলিকা। আসন্ন লোকসভা নির্বাচনের আগে লাগাতার এই কর্মী বিক্ষোভের জেরে টলোমলো গেরুয়া শিবির।

[আরও পড়ুন: নেশামুক্তি কেন্দ্রে কিশোরকে পিটিয়ে খুন! ক্ষোভে ব্যাপক ভাঙচুর, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী]

এই অশান্তির নেপথ্যে তৃণমূল রয়েছে বলেই দাবি করেছে বিজেপি। এরই পালটা দিলেন কুণাল ঘোষ। তিনি বলেন, “আশ্চর্য কথা। ঘোষিত বিজেপি কর্মীরা এসে বিক্ষোভ দেখালেন। কেন তৃণমূলকে জড়াচ্ছেন? আসলে শুভেন্দু সব জায়গায় তৃণমূলকেই দেখতে পায়। এর মানে কী?” তিনি আরও বলেন, “আমি তো অন্য কথা শুনছি। সুকান্তর ছবিতে অপমান করা হয়েছে। শুনছি, এর পিছনে শুভেন্দু অধিকারী রয়েছেন। এবার বিজেপি তদন্ত করে দেখুক, নেপথ্যে কে।”

[আরও পড়ুন: মুর্শিদাবাদে টিউবওয়েল মেরামত করতে গিয়ে দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত কিশোর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement