shono
Advertisement

কুরুচিকর মন্তব্যের জন্য শতরূপকে আইনি নোটিস কুণালের, তোপ সিপিএম নেতৃত্বকেও

৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ।
Posted: 03:52 PM Mar 30, 2023Updated: 04:13 PM Mar 30, 2023

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কুণাল ঘোষ ও তাঁর বাবাকে কুরুচিকর ভাষায় আক্রমণের জের। বামনেতা শতরূপ ঘোষ, বিমান বসু, মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানির আইনি নোটিস কুণালের। ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে ফৌজদারি মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

Advertisement

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। বাম নেতা শতরূপ ঘোষের গাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। প্রশ্ন তুলেছিলেন, ২০২১ সালে নির্বাচনী হলফনামায় যেখানে মাত্র ২ লক্ষ টাকা সম্পত্তি দেখিয়েছিলেন শতরূপ, সেখানে ২০২৩ সালে কীভাবে ২২ লাখি গাড়ির মালিক হলেন তিনি। জবাবও দেন শতরূপ। গাড়ির রহস্যভেদ করতে বেশ কিছু নথি দেখান। দাবি করেন, গাড়িটি তাঁর বাবা শিবনাথ ঘোষের টাকায় কেনা। এরপরই কুণাল ঘোষকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেন শতরূপ। বলেন, “আমার বাবা আছে। সবার বাবা থাকে। তাঁরা গিফটও দেন। আশা করি কুণালবাবুরও ছিলেন, যদি না উনি টেস্ট টিউব বেবি হয়ে থাকেন।” শুধু তাই নন, কুণাল ঘোষের বেনামি ভাই থাকতে পারে বলেও কটাক্ষ করেছিলেন। এই মন্তব্যের জেরেই বৃহস্পতিবার কুণাল ঘোষের আইনজীবী আইনি নোটিস পাঠালেন শতরূপ ঘোষ, বিমান বসু, মহম্মদ সেলিমদের।

[আরও পড়ুন: মদন মিত্রের ‘ছায়াসঙ্গী’র নির্মীয়মাণ আবাসন থেকে উদ্ধার তাজা বোমা, তুঙ্গে শাসক-বিরোধী তরজা]

আইনজীবীর নোটিস অনুযায়ী, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, মহম্মদ সেলিম রাজ্য সম্পাদক। ওদের অনুমোদনেই আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষকে আক্রমণ করেছেন শতরূপ। ঘটনার পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এই মন্তব্যের নিন্দা করেননি। এতেই প্রমাণিত যে ওঁরাও কুৎসার সমর্থক ও পৃষ্ঠপোষক। তাই ৭২ ঘণ্টার মধ্যে সকলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সিভিল/ ক্রিমিনাল আইনমত ব্যবস্থা নেওয়া হবে।

[আরও পড়ুন: কুরুচিকর মন্তব্যের জন্য শতরূপকে আইনি নোটিস কুণালের, তোপ সিপিএম নেতৃত্বকেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement