সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের ১ জানুয়ারি বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির (Ram Mandir) জনসাধারণের জন্য খুলে যাওয়ার কথা। আগেই এই ঘোষণা করতে দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। কাজ চলছে জোরকদমে। এবার সামনে এল মন্দিরের নির্মীয়মাণ গর্ভগৃহের ছবি। শেয়ার করেছেন রাম মন্দির ট্রাস্টের মহাসচিব চম্পত রাই।
ওই সদস্য যে ছবিটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে গর্ভগৃহের বর্তমান পরিস্থিতি। এখনও বসেনি ছাদ। নির্মাণ শ্রমিকরা কাজে মগ্ন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবিটি। ওই গর্ভগৃহেই প্রতিষ্ঠিত হবে রামলালার মূর্তিটি। জানা গিয়েছে, গর্ভগৃহের কাজ শেষ হতে হতে সেপ্টেম্বর মাস। এদিকে মন্দিরের বাকি অংশের কাজের অর্ধেকই সম্পন্ন হয়ে গিয়েছে।
[আরও পড়ুন: প্রথম হিন্দি ওয়েব সিরিজে গ্ল্যামারাস প্রসেনজিৎ, ‘জুবিলি’র ঝলকে দেখুন সিনে জগতের গল্প]
উল্লেখ্য, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছিল, ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাম মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। ২০২৪ সালের জানুয়ারিতে মকর সংক্রান্তির সময় রামলালার (Ram Lalla) মূর্তি স্থাপন করা হবে মন্দিরে। সেই থেকে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। এবছরের শুরুতে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন, আগামী বছরের শুরুতেই খুলে যাবে মন্দির। তাঁর ঘোষণার সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়ে যায় লোকসভা নির্বাচনে ফের রাম রাজনীতির সুবর্ণ সুযোগ পেয়ে যেতে চলেছে গেরুয়া শিবির।