shono
Advertisement

শিক্ষক বিক্ষোভে পুলিশের ব্যাপক লাঠিচার্জ, রণক্ষেত্র মিন্টো পার্ক

বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ কম্পিউটার শিক্ষকদের৷ The post শিক্ষক বিক্ষোভে পুলিশের ব্যাপক লাঠিচার্জ, রণক্ষেত্র মিন্টো পার্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 04:27 PM Apr 02, 2019Updated: 05:32 PM Apr 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের পুলিশের অমানবিক মুখ দেখলেন শহরবাসী৷ মিন্টো পার্কে শিক্ষকদের বিক্ষোভ হঠাতে ব্যাপক লাঠিচার্জ করল পুলিশ৷ জখম বেশ কয়েকজন৷ রেহাই পাননি শিক্ষিকারাও৷ পুলিশের লাঠির আঘাত লাগল তাঁদের গায়েও৷ গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে৷

Advertisement

                                          [ আরও পড়ুন : চিনা হরফে প্রচার, ভোটের বাজারে শহরের নজরে ‘চিনের প্রাচীর’]

বেতন বৃদ্ধির দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন দানা বাঁধছিল কম্পিউটার শিক্ষকদের মধ্যে৷ মঙ্গলবার সেই দাবিতে মিন্টো পার্কের কাছে তাঁরা জমায়েত হয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন৷ বিক্ষোভের জেরে মিন্টো পার্ক সংলগ্ন রাস্তায় কিছুটা যানজট হয়৷ এরপর বিক্ষোভ দমনে নামে পুলিশ৷ শুরু হয় ব্যাপক লাঠিচার্জ৷ আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়৷  রীতিমতো মারধর করে শিক্ষক-শিক্ষিকাদের হঠিয়ে দেওয়া হয়৷ বিক্ষোভে শামিল হয়েছিলেন মহিলারাও, পুলিশ লাঠিচার্জে জখম হন তাঁরা।  ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলনকারীদের৷ বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়৷ জখম অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিয়ে যান পথচলতি মানুষজন৷  

                                   [ আরও পড়ুন : নেই আধুনিক চিকিৎসার কোনও সরঞ্জাম, চূড়ান্ত অব্যবস্থা চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে]

শিক্ষকদের বিক্ষোভ দমনে পুলিশের এই আচরণ ইতিমধ্যেই নিন্দার মুখে পড়েছে৷ আন্দোলনকারীরা স্পষ্ট বলছেন, তাঁরা পিছু হঠবেন না৷ নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এভাবে পুলিশি অত্যাচারের মুখে পড়েও আন্দোলন জারি রাখবেন৷ এক বিক্ষোভকারী জানাচ্ছেন, বিভিন্ন স্কুলে কম্পিউটার ক্লাস ছাড়াও তাঁদের আরও অনেক কাজ করতে হয়৷ মাসিক বেতন  মাত্র ৪৬০০ টাকা৷ বেতন বৃদ্ধির দাবি অনেকদিনের৷ স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে এনিয়ে বহু বার আবেদন করা হলেও, কানে তোলেননি কেউ৷ বেতন কাঠামো যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়েছে৷ তাই কম্পিউটার শিক্ষকরা একজোট হয়ে দাবি তুলেছেন, শিক্ষকদের ন্যূনতম বেতন কাঠামোর আওতায় তাঁদেরও আনতে হবে৷ স্কুলশিক্ষক হিসেবে ন্যূনতম বেতন দিতেই হবে৷ তাঁরা আরও জানিয়েছেন, প্রশাসনকে নিজেদের দাবির কথা জানালে তাদের তরফে আশ্বাস মিলেছে৷ কিন্তু এক্ষেত্রে আসল ভূমিকা নিতে হয় স্কুল কর্তৃপক্ষকে৷ আর সেখানেই উদাসীনতা রয়েছে বলে অভিযোগ৷ শিক্ষকদের দাবি, স্কুল কর্তৃপক্ষ কোনওভাবেই কম্পিউটার ক্লাসের জন্য বেতন বাড়াতে রাজি নয়৷ এতদিন এই বঞ্চনা সহ্য করার পরই তাঁরা মঙ্গলবার  মিন্টো পার্কে বিক্ষোভ সমাবেশ হচ্ছিল৷ সেখানেই পুলিশের এমন অমানবিক আচরণ৷ শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় নিন্দায় সরব বিভিন্ন মহল৷

The post শিক্ষক বিক্ষোভে পুলিশের ব্যাপক লাঠিচার্জ, রণক্ষেত্র মিন্টো পার্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement