shono
Advertisement

Russia-Ukraine War: ‘এখনই কিয়েভ ছাড়ুন’, ইউক্রেনে আটকে থাকা নাগরিকদের সতর্কবার্তা ভারতীয় দূতাবাসের

ইউক্রেন নিয়ে রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রী বৈঠকের পরেই জারি কিয়েভ ছাড়ার নয়া নির্দেশিকা।
Posted: 01:53 PM Mar 01, 2022Updated: 03:01 PM Mar 01, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে ভয়াবহ আক্রমণ চালাচ্ছে রাশিয়া (Russia-Ukraine War)। ফলে দেশটির বিভিন্ন শহরে আটকে পড়েছেন বহু ভারতীয় (India) নাগরিক। আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এহেন পরিস্থিতিতে নাগরিকদের উদ্দেশে মঙ্গলবার নতুন নির্দেশিকা জারি করল ইউক্রেনের ভারতীয় দূতাবাস। সেই নির্দেশিকায় বলা হচ্ছে, “আজকেই কিয়েভ ছাড়ুন। ট্রেন ধরে হোক বা অন্য যে কোনও যানবাহনের ব্যবস্থা করে বেরিয়ে আসুন ইউক্রেন ছেড়ে।”

Advertisement

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের একটা বড় অংশ পড়ুয়া। আজকে নতুন নির্দেশিকায় বলা হয়েছে “পড়ুয়া-সহ সমস্ত ভারতীয়দের বলা হচ্ছে আজকেই যত দ্রুত সম্ভব ইউক্রেন ছেড়ে তাঁরা যেন বেরিয়ে আসেন।” আরও জানানো হয়েছে, “যে ট্রেন পাওয়া যাচ্ছে তাতেই উঠে পড়ুন। ট্রেন না পেলেও অন্যভাবে বেরিয়ে আসুন।” এর আগে ভারতীয় দূতাবাস থেকে বলা হয়েছিল কিয়েভের রেল স্টেশনে আশ্রয় নেওয়ার জন্য। কিয়েভ (Kyiv) থেকেই ইউক্রেনের পশ্চিম সীমান্তবর্তী দেশগুলিতে ভারতীয়দের পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ইউক্রেনের তরফ থেকে।

[আরও পড়ুন: Russia-Ukraine War: রুশ হামলায় ইউক্রেনের এক সেনাঘাঁটিতেই নিহত ৭০, রুখে দাঁড়াতে অস্ত্র সাহায্য NATO’র]

আজকের প্রকাশিত নির্দেশিকায় আরও জানানো হয়, “সকল ভারতীয়দের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন শান্ত থাকেন এবং সকলে একসঙ্গে থাকেন। প্রত্যাশিত ভাবেই রেল স্টেশন গুলিতে খুব ভিড় হবে, তাই সকলকে বলা হচ্ছে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে।” চারদিকে যুদ্ধ এবং হিংসাত্মক পরিবেশে ভারতীয় দূতাবাস আরজি জানিয়েছেন,”বিশেষত সকলকে অনুরোধ করা হচ্ছে যেন কেউ কোনওরকম আক্রমণাত্মক আগ্রাসী আচরণ না করেন। রেল স্টেশনের ভিড়ের মধ্যে কেউ যেন ধৈর্য না হারান।”

দূতাবাসের তরফ থেকে ভারতীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তাঁরা পাসপোর্ট, পর্যাপ্ত টাকাপয়সা, এবং জামা কাপড় সঙ্গে রাখেন। ইউক্রেনের প্রতিবেশী দেশ হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া এবং স্লোভাকিয়া থেকে ইতিমধ্যেই ১৩৯৬ জন ভারতীয়দের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল বেলারুশের গোমেলে রাশিয়া-ইউক্রেন বৈঠক হয়, যদিও সেই বৈঠকে কোনও সমাধান সূত্র বেরোয়নি। বিশেষজ্ঞদের মতে, আজকে থেকে আক্রমণের ঝাঁজ বাড়াবে রাশিয়া (Russia)। সেই কারণেই কি এমন নির্দেশিকা চিন্তায় ফেলেছে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের পরিবারগুলিকে। 

[আরও পড়ুন: Russia-Ukraine War: এবার কি রাশিয়ায় হামলার ছক আমেরিকার? মার্কিনিদের দ্রুত দেশে ফেরার নির্দেশ] 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement