shono
Advertisement

কম বাজেটের ফোন বাজারে নিয়ে এল লেনোভো

লেনোভো ভারতে নিয়ে এল তাদের এন্ট্রি লেভেল স্মার্টফোন A6600 The post কম বাজেটের ফোন বাজারে নিয়ে এল লেনোভো appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 PM Sep 01, 2016Updated: 04:34 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:লেনোভো ভারতে নিয়ে এল তাদের এন্ট্রি লেভেল স্মার্টফোন A6600৷ এমনই খবর ফোন রেডারের ওয়েবসাইটে৷ রিপোর্টে বলা হয়েছে এই নতুন ফোনটির দাম ৬,৯৯৯ টাকা৷ যদিও লেনোভোর পক্ষ থেকে এখনও এই স্মার্টফোন সংক্রান্ত কোন ঘোষণা করা হয়নি৷

Advertisement

অ্যান্ড্রয়েড এই ফোনে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৭২০x১২৮০ রেজোলিউশন৷ ১ গিগাহার্ৎজ মিডিয়াটেক কোয়াডকোর প্রসেসর সঙ্গে ১ গিগাবাইট র‍্যাম৷ ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং সর্বোচ্চ ৩২ গিগাবাইট স্টোরেজ থাকছে  ফোনটিতে৷

এর পাশাপাশি, লেনোভো দ্রুতই Z2Plus স্মার্টফোন ভারতে আনছে৷ টুইটারে এমনটাই জানিয়েছে সংস্থাটি৷ নয়া মডেলে চিনা Zuk Z2 হ্যান্ডসেটের বৈশিষ্ট্যগুলি থাকতে পারে৷

Zuk Z2 ফোনটি অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেমের৷ ১০৮০x১৯২০ রেজোলিউশনের ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে-র সঙ্গে রয়েছে কোয়াডকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর৷ ৪ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ৷ এছাড়াও ডুয়াল ন্যানো সিম এবং ১৩ মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশ সহ ব্যাক ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷ এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনটিতে৷

The post কম বাজেটের ফোন বাজারে নিয়ে এল লেনোভো appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement