shono
Advertisement

সশস্ত্র সীমা বলে ২০৬৮ কনস্টেবল নিয়োগ

কনস্টেবল পদে ২০৬৮ জন ড্রাইভার, কুক, ওয়াসারম্যান, বারবার, সাফাইওয়ালা এবং ওয়াটার ক্যারিয়ার নিয়োগ করা হবে সশস্ত্র সীমা বলে৷ The post সশস্ত্র সীমা বলে ২০৬৮ কনস্টেবল নিয়োগ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:51 AM Jun 15, 2016Updated: 04:14 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কনস্টেবল পদে ২০৬৮ জন ড্রাইভার, কুক, ওয়াসারম্যান, বারবার, সাফাইওয়ালা এবং ওয়াটার ক্যারিয়ার নিয়োগ করা হবে সশস্ত্র সীমা বলে৷ আবেদন করতে হবে নির্ধারিত বয়ানে ১০ জুলাই, ২০১৬ তারিখের মধ্যে৷ আবেদনপত্রের বয়ানসহ বিস্তারিত তথ্য পাবেন www.ssbrectt.gov.in ওয়েবসাইটে৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 293/RC/SSB/RECTT./CTs/2016 ও ডিএভিপি নম্বর ১৯১১৪/০০০৪/১৬১৭৷ মহিলারাও আবেদন করতে পারেন৷
শূন্যপদের বিন্যাস:  ড্রাইভার (মেল) ৭৩১, কুক (মেল) ৩৪৯, কুক (ফিমেল) ৬০, ওয়াসারম্যান (মেল) ১৭০, ওয়াসারম্যান (ফিমেল) ৩০, বারবার (মেল) ৮২, বারবার (ফিমেল) ১৫, সাফাইওয়ালা (মেল) ১৭৬, সাফাইওয়ালা (ফিমেল) ৩০, ওয়াটার ক্যারিয়ার (মেল) ৩৯৫ এবং ওয়াটার ক্যারিয়ার (ফিমেল) ৩০৷
শিক্ষাগত যোগ্যতা চাই কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাস৷ সঙ্গে ড্রাইভার পদের ক্ষেত্রে হেভি ভেহিকল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ অন্যান্য সব পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআইয়ের ২ বছরের ডিপ্লোমা বা ১ বছরের সার্টিফিকেট থাকা চাই৷ দক্ষরা অগ্রাধিকার পাবেন৷ বয়স হতে হবে ড্রাইভার পদের ক্ষেত্রে ২১ থেকে ২৭ এবং অন্যান্য সব পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ বয়সে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী ছাড় পাবেন৷ নিয়োগ করা হবে ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা বেতনক্রমে৷ সঙ্গে গ্রেড পে ২,০০০ টাকা৷ আবেদনের ফি ৫০ টাকা৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থী ও মহিলাদের ফি লাগবে না৷ ফি দিতে হবে ডিমান্ড ড্রাফটযপোস্টাল অর্ডারযব্যাঙ্কারস চেকের মাধ্যমে৷
প্রার্থী বাছাই করা হবে দৈহিক মাপজোক, দৈহিক সক্ষমতার পরীক্ষা, লিখিত পরীক্ষাযঅ্যাসেসমেণ্ট, ট্রেড টেস্ট ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে৷ যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র সমস্ত নথিপত্র ও ২৫ টাকার ডাকটিকিট সাঁটা প্রার্থীর নাম-ঠিকানা লেখা খাম-সহ পাঠাতে হবে ডাকযোগে৷ পাঠাবেন ড্রাইভার পদের ক্ষেত্রে The Inspector General, Frontier Headquarter, Sashastra Seema Bal, Sankalp Bhawan, Vibhuti Khand, Plot No TC/35-V-2, Lucknow (U.P) ও অন্যান্য সব পদের ক্ষেত্রে The Inspector General, Frontier Headquarter, Sashastra Seema Bal, Rukanpura Bailey Road, Patna (Bihar) – 800014 ঠিকানায়৷ আবেদনপত্র ভরা খামের উপর Application for the post of (Name of the Post Applied) – 2016 কথাগুলি লিখে দেবেন৷ দৈহিক মাপজোক, পরীক্ষার পতি-সহ বিস্তারিত তথ্য পাবেন উপরোক্ত ওয়েবসাইটেই৷

Advertisement

The post সশস্ত্র সীমা বলে ২০৬৮ কনস্টেবল নিয়োগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার