সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১ অক্টোবর থেকে দেশে শুরু হবে ৫জি (5G) পরিষেবা। ‘ন্যাশনাল ব্রডব্যান্ড মিশনে’র তরফে এমনটাই জানানো হয়েছে। ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) হাতে সূচনা হবে অত্যাধুনিক ওই টেলিকম পরিষেবার। প্রগতি ময়দানে শুরু হওয়া ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস’ চলবে ৪ অক্টোবর পর্যন্ত।
উল্লেখ্য, 5G স্পেকট্রাম নিলাম শেষ হয়েছিল আগস্টে। মোট ৭২ হাজার ৯৮ মেগাহার্ৎজের স্পেকট্রাম নিলামে তোলা হয়েছিল। ৪০ রাউন্ড নিলামের পর স্পেকট্রাম বন্টনের প্রক্রিয়াটি শেষ হয়। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো তখনই জানিয়ে দেন, চলতি বছরের অক্টোবরেই দেশজুড়ে শুরু হয়ে যেতে পারে ৫জি পরিষেবা। অবশেষে সেই সম্ভাবনাই সত্যি হতে চলেছে। অশ্বিনীর দাবি, 5G পরিষেবা চালু হলে ভারতের টেলিকম দুনিয়ার ভোলবদলে যাবে। দেশবাসীর কাজকর্ম অনেক বেশি সহজ হয়ে যাবে।
[আরও পড়ুন: ইন্টারনেটে ছড়াচ্ছে শিশু পর্নোগ্রাফি, দুষ্টচক্রকে রুখতে দেশজুড়ে CBI হানা]
গত মে মাসে দেশে প্রথম ৫জি (5G) কল করলেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আইআইটি মাদ্রাজেই চলছিল ট্রায়াল। অবশেষে সেখানেই পরীক্ষামূলক ভাবে প্রথম ৫জি অডিও ও ভিডিও দুই কল করলেন অশ্বিনী। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিকে কাজে লাগিয়ে এভাবে ৫জি প্রযুক্তির সফল প্রয়োগ সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুপরিকল্পনারই ফল।
৫জি এলে গ্রাহকদের পরিষেবায় কতটা পরিবর্তন আসবে? মনে করা হচ্ছে, ডেটা ডাউনলোডের গতি বাড়বে ১০ গুণ! স্পেকট্রাম এফিশিয়েন্সি হবে ৩ গুণ বেশি। কিন্তু সেজন্য গাঁট থেকে খসবে মোটা অঙ্কের টাকা। দেশের টেলিকম সংস্থাগুলির সংগঠনের দাবি, সরকার স্পেকট্রামের যে দাম প্রথমে ঠিক করেছিল, সেটা তাঁদের সাধ্যের বাইরে। প্রাথমিকভাবে স্পেকট্রামের দাম ৯০ শতাংশ কমানোর দাবি জানিয়েছিল সংস্থাগুলি। যদিও সরকার তা ৩০-৩৫ শতাংশ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু তাতেও আদৌ বেসরকারি সংস্থাগুলি 5G স্পেকট্রাম কিনতে আগ্রহী হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।