সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত এক সপ্তাহ ধরে টানা নিলাম চললেও চূড়ান্ত হয়নি ক্রেতা। তবে সোমবার শেষ পর্যন্ত মিটল 5G স্পেকট্রাম নিলাম পর্ব। সবচেয়ে বেশি দর দিয়ে সবচেয়ে বেশি বরাত পেল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও-ই।
প্রথমবার আম্বানির সঙ্গে একই বাণিজ্যিক ক্ষেত্রে টক্করে নেমে গৌতম আদানির সংস্থা রইল খানিকটা পিছনে। রিলায়েন্স জিও সবচেয়ে বেশি বরাত পেয়েছে ফাইভ জি স্পেকট্রামের (5G Spectrum)। সোমবার এ কথা জানালেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। ফাইভ জি স্পেকট্রামের ৮৮ হাজার ৭৮ কোটি টাকার বরাত পেয়েছে রিলায়েন্স (Reliance Jio)। অন্যদিকে, আরেক শিল্পপতি গৌতম আদানির গোষ্ঠী থেমেছে ২১২ কোটি টাকার বরাতে।
[আরও পড়ুন: ‘রাগ ছিল, জুতো মেরে শান্তি পেয়েছি’, ESI হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়ের উপর হামলা মহিলার]
কেন্দ্র জানিয়েছে, মোট ৭২ হাজার ৯৮ মেগাহার্ৎজের স্পেকট্রাম নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে ৭১ শতাংশই বিক্রি হয়ে গিয়েছে। সোমবার ৪০ রাউন্ড নিলামের পর স্পেকট্রাম বন্টনের প্রক্রিয়াটি শেষ হয়েছে। গত সপ্তাহে মঙ্গলবার শুরু হয় স্পেকট্রামের নিলাম। 5G স্পেকট্রামের সাহায্যে ৬ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত সিগন্যাল পাওয়া যাবে। এছাড়া ভারতী এয়ারটেল ৪৩ হাজার ৮৪ কোটি টাকার স্পেকট্রাম এবং ভোডাফোন আইডিয়া ১৮ হাজার ৭৮৪ কোটি টাকার স্পেকট্রাম কিনেছে।
মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আরও জানিয়েছেন, চলতি বছর অক্টোবরেই দেশজুড়ে শুরু হয়ে যেতে পারে ফাইভ জি পরিষেবা। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, “নিলাম শেষ হয়েছে। আগামী ১০ আগস্টের মধ্যে যাবতীয় নথিপত্র সইসাবুদের কাজ হয়ে যাবে।” তাঁর দাবি, 5G পরিষেবা চালু হলে ভারতের টেলিকম দুনিয়ার ভোলবদলে যাবে। দেশবাসীর কাজকর্ম অনেক বেশি সহজ হয়ে যাবে।