shono
Advertisement

KYC আপডেট করতে গিয়ে আড়াই লাখ খোয়ালেন কলকাতার বৃদ্ধ! কীভাবে সতর্ক থাকবেন?

জেনে নিন KYC আপটেড করার সঠিক পদ্ধতি।
Posted: 09:15 PM Dec 10, 2023Updated: 09:15 PM Dec 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে, ততই বাড়ছে অনলাইন প্রতারণা। স্ক্যামারদের টার্গেট মূলত বয়স্করা। অনলাইনে খুঁটিনাটির বিষয়ে যাঁরা তুলনামূলক কম অবগত। তাঁদেরই ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। খাস কলকাতাতেই সম্প্রতি ঘটেছে এমন ঘটনা। অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক অনলাইনে কেওয়াইসি আপডেট করতে গিয়ে খুইয়েছেন আড়াই লক্ষ টাকা! তাই সময় থাকতে সতর্ক হোন। জেনে নিন, কীভাবে অনলাইনে KYC আপডেট করতে হবে।

Advertisement

অবসরপ্রাপ্ত ওই কর্মী এসপি সিনহা জানিয়েছেন, তাঁর কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপার থেকে বলা হয়, ব্যাঙ্ক থেকে ফোন করছেন তিনি। অনলাইনে KYC আপডেট করার পরামর্শ দেওয়া হয় এসপি সিনহাকে। অর্থাৎ ব্যাঙ্ককে ব্যক্তিগত দিতে হবে তাঁকে। ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে যাবতীয় তথ্য দিয়ে দেন এসপি সিনহা। আর তার পরই দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে সাফ হয়ে গিয়েছে ২ লক্ষ ৫৭ হাজার ৬৫০ টাকা! শুধু তাই নয়, তাঁর ফিক্সড এবং রেকারিং ডিপোসিটের সমস্ত জমানো অর্থও হাতিয়ে নেওয়া হয়।

[আরও পড়ুন: ‘নবীন প্রজন্মকে এগিয়ে দেওয়াকে স্বাগত’, মায়াবতীর ঘোষণায় প্রতিক্রিয়া তৃণমূলের]

সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, এভাবে ব্যাঙ্কের নাম দিয়ে অচেনা নম্বর থেকে ফোন করে কেউ ব্যক্তিগত তথ্য চাইলে, তা ভুলেও দেবেন না। কারণ ব্যাঙ্ক আপনার থেকে কোনও ব্যক্তিগত তথ্য চায় না। অনলাইনে KYC আপডেট করতে সমস্যা হলে, সোজা ব্যাঙ্কে গিয়েই প্রয়োজনীয় কাজ সারতে পারেন। তেমনটা সম্ভব না হলে জেনে রাখুন অনলাইনে KYC আপডেট করার সঠিক পদ্ধতি।

১. আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, তার অফিশিয়াল পোর্টালে গিয়ে লগ ইন করুন।
২. সেখানেই KYC বলে একটি অপশন পাবেন।
৩. সেই পেজ থেকে Update KYC সিলেক্ট করুন। এবার যে তথ্য আপটেড করতে চান, তা বসিয়ে দিন।
৪. সব নথি দেওয়া হয়ে গেলে সাবমিট ক্লিক করুন।
৫. এর পরই আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই নম্বরটি বসিয়ে দিন।

[আরও পড়ুন: ‘ম্যায় নেহি, হাম’, INDIA জোটের পরের বৈঠকে আসন রফায় জোর শরিকদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement