সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ বছর পর ফের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের জয়জয়কার। খেতাব জিতলেন ভারতের সুন্দরী। সুস্মিতা সেন, লারা দত্তের পর মুকুট উঠল হরনাজ সান্ধুর মাথায়।
৭০ তম মিস ইউনিভার্সের আসর বসেছিল ইজরায়েলে। সেখানেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন হরনাজ। শেষমেশ জয়ের হাসি হাসেন বছর একুশের তরুণী। তাঁর মাথায় জয়ের মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স বিজয়ী মেক্সিকোর তরুণী আন্দ্রিয়া মেজা।
চলতি বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে শেষ করেন প্যারাগুয়ের নাদিয়া ফেরেরিয়া এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমসোয়ান।
[আরও পড়ুন: মানব পাচারের বড়সড় ছক! আনন্দপুরে ধৃত আরও ১৭ বাংলাদেশিকে জেরায় চাঞ্চল্যকর তথ্য]
জয়ের মুকুট পরে আবেগে ভাসেন হরনাজ। সর্বসমক্ষে জানান, মিস ইউনিভার্সের জন্য কীভাবে নিজেকে তৈরি করেছিলেন। ঠিক কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন হরনাজ? মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “জীবনে কোনও লক্ষ্যে পৌঁছনোর জন্য আত্মবিশ্বাস থাকা দরকার। আমি পারি, সবসময় এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। জীবন কোন পথে এগোবে, নিজেকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন না। বিশ্বজুড়ে কী ঘটছে সেদিকে নজর রেখে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমি নিজেকে বিশ্বাস করি, নিজের ক্ষমতায় বিশ্বাসী রাখি। তাই আজ এই মঞ্চে দাঁড়িয়ে আছি।”
পাঞ্জাবের চণ্ডীগড়ে জন্ম হরনাজের। সেখানেই বেড়ে ওঠা। পড়াশোনার পাশাপাশি মডেলিং বরাবর টানত তাঁকে। গ্ল্যামার দুনিয়ার হাতছানিতে সাড়া দিয়ে মাত্র ১৭ বছর বয়সে মডেলিং শুরু করেন হরনাজ। ২০১৯ সালে ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাব হন তিনি। ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৯-এ গোটা দেশে দ্বাদশ স্থান দখল করেন হরনাজ। তাঁর ঝুলিতে রয়েছে মিস ডিভা ২০২১-এর শিরোপাও। বেশ কয়েকটি পাঞ্জাবি ছবিতে কাজও করেছেন হরনাজ। এবার মিস ইউনিভার্স খেতাব জয় করলেন তিনি। মেয়ের সাফল্যে আপ্লুত ভারতকন্যার আত্মীয়-পরিজন।