shono
Advertisement

সেরা ক্যামেরার জন্য বেছে নেবেন কোন স্মার্টফোন?

হাজারো জিনিসের অফারে ক্যামেরাটাই হয়ত ভাল হয় না৷ তাই কোন স্মার্টফোনে মিলবে সেরা ক্যামেরা, থাকল তারই সুলুকসন্ধান৷ The post সেরা ক্যামেরার জন্য বেছে নেবেন কোন স্মার্টফোন? appeared first on Sangbad Pratidin.
Posted: 09:28 PM May 22, 2016Updated: 04:31 PM Jun 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাল কিছু দেখলে ক্যামেরাবন্দি করতে এখন সকলেই এগিয়ে যান৷ তার কারণ অবশ্যই মোবাইল ক্যামেরা৷ ছবির দুনিয়ায় প্রায় বিপ্লব এনে দিয়েছে মোবাইল ক্যামেরা৷ ব্যক্তিগত মুহূর্ত হোক কিংবা কোনও সামাজিক ঘটনা- সবকিছুই আজ সরাসরি চলে চায় ডিজিটাল আর্কাইভে৷ সোশ্যাল মিডিয়া যেমন মানুষকে মত প্রকাশের প্ল্যাটফর্ম দিয়েছে, তেমনই মোবাইল ক্যামেরা দিয়েছে ছবি তোলার ছাড়পত্র৷ গোড়ার দিকে এটুকুতেই সন্তুষ্ট ছিলেন মানুষ৷ তবে যত দিন গড়িয়েছে তত বেড়েছে চাহিদা৷ নামীদামী ফোনে ভাল ক্যামেরার খোঁজ করেছেন মানুষ কিন্তু প্রশ্ন হল, কোন ফোনে মিলবে ভাল ক্যামেরা তা নিয়ে অনেকেই রীতিমতো চিন্তায় থাকেন৷ হাজারো জিনিসের অফারে ক্যামেরাটাই হয়ত ভাল হয় না৷ তাই কোন স্মার্টফোনে মিলবে সেরা ক্যামেরা, থাকল তারই সুলুকসন্ধান৷

Advertisement

স্যামসাং গ্যালাক্সি এস সেভেন এজ(samsung galaxy s7 edge)   

এ দেশের বাজারে স্মার্টফোন এনেছে স্যামসাংই৷ আর তাই ক্রেতাদের পালস সবথেকে ভাল বুঝতে পারে এই কোম্পানিই৷ নানা সময়ে বিভিন্ন মডেলে ক্রেতাদের চাহিদা পূরণ করে এসেছে কোম্পানিটি৷ যাঁরা ভাল মোবাইল ক্যামেররা খোঁজ করেন তাঁদের জন্য আদর্শ হবে ওপরের মডেলটি৷ ১২ মেগাপিক্সেল ক্যামেরা মিলছে এই স্মার্টফোনে৷ ডুয়াল পিক্সেল ক্যামেরায় আলো কম থাকলেও কোনও সমস্যা হয় না৷

নেক্সাস সিক্সপি (Nexus 6P)

ভাল ক্যামেররা জন্য এই ফোনটিও হাতে তুলে নিতে পারেন৷ এখানে ব্যাক ক্যামেরা মিলছে ১২.৩ মেগাপিক্সেলের৷ তবে এই ক্যামেরার বিশেষত্ব হল লেজার অ্যাসিস্টেট অটো ফোকাস মোড৷ এর ফলে ফটোগ্রাফির মানও অনেক ভাল হয়৷

জিওমি এমআই ফাইভ(Xiaomi Mi 5 32 GB)

এই ফোনের ব্যাক ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের৷ সঙ্গে যে বিশেষত্বগুলি আছে তা হল, অটো ফোকাস, ফেস ডিটেকশন, প্যানোরমা মোড এবং টাচ ফোকাস৷ এছাড়া ৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও মিলবে এ ফোনে৷

মোটো এক্স ফোর্স(Moto x force)

 মোটরওলার এ ফোনেও ক্যামেরা দারুণ৷ এ ফোনের ব্যাক ক্যামেরা ২১ মেগাপিক্সেলের৷  ফেস ডিটেকশন, অটো ফোকাস, ভিডিও রেকর্ডিং সহ সব সুবিধাই থাকছে৷ সেই সঙ্গে থাকছে ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা৷

ওয়ান প্লাস 2 (oneplus 2)

এই মডেল বাজারে এসেছে মোটে ২০১৫ সালে৷ কিন্তু এর মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে ফোনটি৷ অন্যান্য ফিচার্সের পাশাপাশি অবশ্যই এর ইউএসপি ক্যামেরা৷ সবরকম সুবিধা সহ ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা আছে এই ফোনে৷ সেইসঙ্গে আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷

The post সেরা ক্যামেরার জন্য বেছে নেবেন কোন স্মার্টফোন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement