সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাড়ি পরতে ভালোবাসেন? কিন্তু এই হাড়কাঁপানো ঠান্ডায় স্টাইলিশ অবতারে বিয়ে বাড়িতে যেতে পারছেন না? কুছ পরোয়া নহি! শীতকালে শাড়িতেও ফ্যাশনিস্তা হয়ে ওঠার টিপস নিন বলিউড নায়িকাদের কাছ থেকে।
শীতকালে শাড়ি পরা খুব একটা সহজ কাজ নয়! আসলে শাড়ির জৌলুস তো শাড়ির স্বাধীনতার মধ্যেই থাকে। আর শীতকালে আপনাকে শাড়ির সঙ্গে শাল বা জ্যাকেট কিছু তো পরতেই হয়। তখনই ফ্যাশনের দফারফা! কিন্তু শীত পোশাকের সঙ্গে শাড়ি একটু কায়দা করে পরলেই কেল্লাফতে! জেনে নিন কীভাবে পরবেন?
[আরও পড়ুন: বিয়েবাড়ি সাদা শাড়ি, ট্রেন্ড ভেঙে ফ্যাশনের নতুন সংজ্ঞা! টিপস দিচ্ছেন নায়িকা ওয়ামিকা]
জ্যাকেটের সঙ্গে শাড়ি পরতে পারেন। ব্লাউজ থাকুক। কিন্তু তার সঙ্গে একটা মানানসই জ্যাকেট আর বেল্ট দিয়ে স্টাইল করে নিন। ব্যস, অন্য সবার থেকে আপনার লুক আলাদা হতে বাধ্য। মাধুরী ঠিক যেরকম ক্রেপ ম্যাটেরিয়ালের ম্যাচিং রঙের জ্যাকেট পরেছেন, সেরকমও বেছে নিতে পারেন। কঙ্গনা রানাউতের মতো ভারী কাজ করা তবে ভাইব্রেন্ট রঙের শালও নিতে পারেন। সাজটাও খুলবে।
কিংবা শিল্পা শেট্টির মতো ফুলস্লিভ গেঞ্জি কাপড়ের ব্লাউজের সঙ্গে শাড়ি পরতে পারেন। অথবা হালকা উলের হাইনেক সোয়েটারের সঙ্গেও শাড়ি পরতে পারেন। ব্লাউড না পরে শ্রদ্ধা কাপুরের মতো কোটও পরতে পারেন। তবে এক্ষেত্রে কোটটা একটু কাজ করা হতে হবে। তার সঙ্গে প্লিট করে শাড়ি পরে নিন।