সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার শিরোনামে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। সদ্যই অ্যাপের লোগো থেকে উধাও হয়েছিল নীল রঙা পাখি। এবার উধাও টুইটারের হেটকোয়ার্টারের বাইরে থাকা বোর্ডে লেখা TWITTER-এর W! ব্যাপারটা কী?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ছবি। দেখা যায়, টুইটারের হেড কোয়ার্ডের বাইরে সংস্থার লোগোয় স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না W। অর্থাৎ TWITTER-এ নেই W! বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবেই নেটিজেনরা নানারকম মন্তব্য করেন। এসবের মাঝেই ১০ এপ্রিল টুইটারে টুইটারের হেটকোয়ার্টের বাইরের w-ছাড়া Twitter এর বোর্ডের ছবিটি পোস্ট করেন এলন মাস্ক। সেখানেই W উধাও রহস্য ফাঁস করেন তিনি। কী জানান? মাস্কের কথায়, “আইনগতভাবে টুইটারের নাম থেকে W সরিয়ে নেওয়া সম্ভব নয়। সেই কারণেই ব্যাকগ্রাউন্ডের রং বদলে দেওয়া হয়েছে।” সেই টুইটের রিপ্লাইয়ে কেউ মজা করে লিখেছেন টুইটার এবার ”টিটার।’ কেউ আবার বিঁধেছেন মাস্ককে।
[আরও পড়ুন: ইনস্টাগ্রামে ভুয়ো চাকরির ফাঁদ, লিংকে ক্লিক করতেই লক্ষ লক্ষ টাকা খোয়ালেন তরুণী]
প্রসঙ্গত, কয়েকদিন আগেই আচমকা দেখা যায়, বদলে গিয়েছে টুইটারের লোগো। চিরাচরিত নীল রঙা পাথির বদলে দেখা যায়, মিমের জনপ্রিয় একটি কুকুর। কয়েকদিন তা ছিল। বিষয়টা একেবারেই পছ্ন্দ করেননি নেটিজেনরা। যদিও কয়েকদিনের মধ্যেই পুরনো লোগো ফিরে পায় টুইটার।