সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব ঘোষণা মতোই ১ মার্চ থেকে দেশজুড়ে শুরু হয়ে যাচ্ছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় দফা। ৬০ বছরের ঊর্ধ্বে এবং ৪৫-এর বেশি বয়সি কো-মর্বিডিটি-যুক্ত ব্যক্তিদের টিকাকরণ হবে এই পর্যায়ে। সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকাকরণ হলেও বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন নিতে গাঁটের কড়ি খরচ করতে হবে আমজনতাকে। শনিবারই কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রতি ডোজের মূল্য ২৫০ টাকা। আর ভ্যাকসিন পেতে অবশ্যই রেজিস্টার করতে হবে CO-WIN অ্যাপের মাধ্যমে। তবে আরও বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে পুরনো অ্যাপটি আপগ্রেড করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে এই অ্যাপের মাধ্যমে টিকাকরণ সংক্রানত সব কাজ সারবেন।
[আরও পড়ুন: ট্রামে-স্টিমারে স্বপ্নের সফর! রবিবাসরীয় আমেজে ঘুরে আসুন স্বামীজির বাড়ি থেকে বেলুড় মঠ]
কো-উইন অ্যাপের ফিচার এখন আরও অ্যাডভান্স। এতে রয়েছে GPS এনেবল সেটিং। একটি মোবাইল থেকে মোট চারজনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। কোন ভ্যাকসিন নেবেন, তা বেছে নেওয়া না গেলেও টিকা নেওয়ার দিন ও সেন্টার নিজের ইচ্ছে মতো বেছে নেওয়া যাবে।
এবার জেনে নেওয়া যাক কীভাবে Co-WIN 2.0 অ্যাপে রেজিস্টার করবেন।
১. Co-WIN-এর অফিসিয়াল ওয়েবসাইটটিতে যান। তার জন্য cowin.gov.in-এর লিংকে ক্লিক করতে হবে।
২. এবার সেখানে নিজের মোবাইল নম্বর ও আধার কার্ড নম্বরটি দিন।
৩. এই নম্বরেই একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) পাবেন। সেটি বসিয়ে ফেলুন।
৪. রেজিস্ট্রেশন হয়ে গেলে পছন্দসই দিনক্ষণ বেছে নিন ভ্যাকসিন নেওয়ার জন্য।
৫. এরপরই পাবেন একটি রেফারেন্স আইডি। যেটি দেখিয়ে টিকাকরণের শংসাপত্রটি আপনি পেয়ে যাবেন।