সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমদিন ঠাকুর দেখতে বেরিয়েই নতুন জুতোর কারণে পায়ে ফোস্কা। এক পা হাঁটতে গিয়ে চরম ব্যথা। ভাবছেন কী করবেন? পুরনো জুতো পরেই ঘুরবেন? নো চিন্তা। পায়ের ফোস্কা থেকে মুক্তি পেতে কয়েকটা উপায় মেনেই চললেই সমস্যা ঝটপট দূর হবে।
১) জুতো পরার আগের দিন রাতে কোনও ময়শ্চারাইজার, পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ভাল করে মাখিয়ে রাখুন জুতোর গায়ে। সারা রাত ও ভাবেই রাখুন। সকালে কোনও কাপড় দিয়ে তা মুছে পায়ে গলান জুতো। বাইরে থেকে বাড়ি ফিরে অবশ্যই পা পরিষ্কার করে নিন।
২) জুতোর কোনও অংশের চামড়া মোটা থাকলে ত্বকের সঙ্গে ঘষা লেগে ফোস্কা পড়ার আশঙ্কা বাড়ে। সে কারণেই ওই অংশগুলোতে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে জুতোর চামড়া নরম হবে।
[আরও পড়ুন: লুটিয়ে পড়েছে রানির শাড়ির আঁচল, এই কাজটি করলেন শাহরুখ, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]
৩) ফোস্কার জায়গায় অ্যান্টিসেপটিক ক্রিম ও ব্যান্ড এড লাগান। সুযোগ পেলেই চেষ্টা করুন জুতো খুলে রেখে পায়ে একটু হাওয়া লাগাতে। এতে তাড়াতাড়ি ক্ষত ঠিক হবে।
৪) ফোস্কা থেকে তৈরি হওয়া ক্ষতে দিনে বার তিনেক মধু ও অ্যালোভেরা জেল লাগান। ফোস্কা শুকোতে এটা খুব ভালো কাজ করে।
৫) জলের সঙ্গে আটা গুলে থকথকে মণ্ডটি ফোস্কার উপর লাগাতে পারেন। এতেও ফোস্কা শুকোয় তাড়াতাড়ি।