সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি আসেন দেখেন আর প্রতিবার জয় করে চলে যান। তিনি দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান (Jaya Ahsan)। অভিনয় তো বটেই একইসঙ্গে সোশাল মিডিয়ায় বিভিন্ন সময় নজরকাড়া ফটোশুটেও ঝড় তোলেন জয়া। এবারও তার ব্যাতিক্রম হল না। তবে এই শীতে জয়ার নতুন ফটোশুট যেন কয়েকশো গুণ উষ্ণতার পারদ চড়িয়ে দিল। এক্কেবারে অন্য অবতারে ধরা দিলেন জয়া। আপেলে লাস্যময়ী ভঙ্গিমায় কামড় দিয়ে যেন বোঝালেন 'নিষিদ্ধ বিষয়েই সবথেকে বেশি আনন্দ'। আর তা দেখে নেটিজেনদের রীতিমতো চোখ কপালে উঠেছে।
নিজের সোশাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন জয়া এ যেন তাঁর অন্য রূপ। পরনে নীল রঙের জিনস আর সঙ্গে পাথর বসানো ভারী কাজের ব্লাউজ। চোখে রোদচশমা, কপালে বড় লাল টিপ, মাথায় লাল ও সাদা ফুল গোঁজা। আর হাতে একটা আপেল নিয়ে তাতে কামর বসাতে উদ্যত জয়া তাঁর শরীরী ভঙ্গিমা আর চাহনিতে মাত করলেন। তাঁর লাস্যময়ী রূপ সত্যিই নজর কাড়া। অনেকেরই জয়ার এই রূপ দেখে মূর্ছা যাওয়ার জোগাড় হয়েছে।
ক্যাপশনে জয়া লিখেছেন, 'ইডেনের উদ্যানে ইভ আদমের থেকেও থেকেও বেশি সাহস দেখিয়েছিল। যখন তাঁকে নিষিদ্ধ ফলটি খাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল তখন সে জানত যে স্বর্গের চেয়েও ভালো কিছু তাঁর জন্য অপেক্ষা করছে। অনেকেই নায়িকাকে এদিন এই রূপে দেখে গাঙ্গুবাইয়ের সঙ্গে তুলনা করেছেন। কেউ আবার বলেছেন, 'একদম আগুন রূপ।'। উল্লেখ্য বেশ কিছু মাস আগেই মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত জয়া অভিনীত 'ডিয়ার মা'। আগামীতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় 'অর্ধাঙ্গিনী ২' রয়েছে মুক্তির অপেক্ষায়।
