shono
Advertisement

Ice Facial: গরমে ‘আইস ফেসিয়াল’করাবেন ভাবছেন? জেনে নিন উপকারিতা

মাইগ্রেনের সমস্যায় ভুগলে অবশ্যই করান 'আইস ফেসিয়াল'।
Posted: 05:11 PM Mar 09, 2023Updated: 05:11 PM Mar 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। গরম প্রায় পড়ে গিয়েছে। ইতিমধ্যেই কপালে ঘাম জমতেও শুরু করেছে। অন্যান্য বছরের মতো এবারও নিশ্চয়ই ‘আইস ফেসিয়াল’ করাবেন বলেই ভাবছেন? তাহলে জেনে নিন এই ধরনের ফেসিয়ালের খুঁটিনাটি।

Advertisement

‘আইস ফেসিয়ালে’র মাধ্যমে মূলত মুখ এবং গলার ত্বক পরিষ্কার করা হয়। চাইলে রোদের তাপে প্রায় পুড়ে যাওয়া হাতেও বরফ ঘষে পরিষ্কার করতে পারেন।

[আরও পড়ুন: কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে ঘরেই বানিয়ে ফেলুন বিশেষ ফেসপ্যাক, রইল টিপস]

‘আইস ফেসিয়ালে’র উপকারিতা

  • অনেকেই চোখের তলা ফুলে যাওয়ার সমস্যায় ভোগেন। তাঁরা ‘আইস ফেসিয়াল’ করাতে পারেন। তাতে চোখের তলার ফোলাভাব কমবে। খুব সহজেই হয়ে উঠতে পারেন তরতাজা।
  • আপনার ত্বক কী ভীষণ খসখসে হয়ে গিয়েছে? উত্তর ‘হ্যাঁ’ হলে অবশ্যই করাতে পারেন ‘আইস ফেসিয়াল’।

  • গরমে অনেকের বাইরে বেরলে রোদের তাপে ত্বক পুড়ে যায়। সেই সমস্যা থেকে বাঁচতে অবশ্যই ‘আইস ফেসিয়াল’ করান। তাতে ত্বকের জ্বালাভাব দূর হবে। মিলবে রেহাই।
  • গ্রীষ্মকালে মাইগ্রেনের সমস্যায় ভোগেন অনেকেই। তাঁরা অবশ্যই ‘আইস ফেসিয়াল’ করান। হলফ করে বলা যায় সমস্যা দূর হবেই।

[আরও পড়ুন: কোন জাদুতে শ্যামবর্ণা থেকে হয়ে উঠলেন ধবধবে ফর্সা? রূপরহস্য ফাঁস করলেন কাজল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement