সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতে শুষ্কতা খুব সাধারণ সমস্যা। এই সময় ত্বকের শুষ্কতা যেমন স্বাভাবিক। তেমনই আবার চুলেও এই সমস্যা দেখা দেয়। হাজার পরিচর্যাতেও হারানো জেল্লা ফিরছে না? এই সমস্যা থেকে রেহাই দিতে পারে বিয়ার। তবে ব্যবহারের রয়েছে নানা নিয়মবিধি।
বিয়ার প্রোটিন সমৃদ্ধ। তাই চুলে এটি ব্যবহারের ফলে একটি সুরক্ষা বলয় তৈরি হয়। তার ফলে চুল ঝরে পড়ার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। বিয়ারে রয়েছে জিঙ্ক এবং ভিটামিন বি। তার ফলে নতুন চুল গজাতে সাহায্য করে। বিয়ার আবার চুলের জট পড়া বন্ধ নয়। ফেরে হারানো জেল্লা। অনেকের আবার খুশকি থেকে চুলে দুর্গন্ধের সমস্যা তৈরি হয়। বিয়ারের ব্যবহার নাকি সেই সমস্যা থেকেও রেহাই দিতে পারে।
চুল পরিচর্যায় কীভাবে বিয়ার ব্যবহার করবেন?
* বিয়ারের বোতল খুলে কিছুক্ষণ রেখে দিন। তাতে ঝাঁজ চলে যাবে।
* এবার একটি স্প্রে বোতলে ঢেলে নিন। তার সঙ্গে মিশিয়ে নিন আপনার ব্যবহৃত শ্যাম্পু।
* চুল আংশিক ভিজিয়ে নিন। হাতে বিয়ার মিশ্রিত শ্যাম্পু চুলের গোড়ায় লাগিয়ে রাখুন।
* ভালো করে স্ক্যাল্পে মাসাজ করুন। কমপক্ষে ১৫ মিনিট মাসাজ করুন।
* শুকনো তোয়ালে দিয়ে চুল মুছে নিন।
* ভালো করে চুল শুকিয়ে নিলেই কেল্লাফতে। মাত্র একবার বিয়ারের ব্যবহারেই চুল হয়ে উঠবে আরও ঝকঝকে ও মোলায়েম।
তাই আর দেরি করবেন না। আজই চুলের পরিচর্যায় ব্যবহার করুন বিয়ার। বর্ষশেষে কোনও অনুষ্ঠানে যোগ দিলে সকলে যে প্রশংসা করবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
