shono
Advertisement

মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীনই চাকরি গেল অন্তঃসত্ত্বা গুগল কর্মীর! ভাইরাল পোস্ট

সম্প্রতি বহু কর্মীকে ছাঁটাই করেছে গুগল।
Posted: 08:43 PM Oct 03, 2023Updated: 08:43 PM Oct 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক মাসে বড় বড় প্রযুক্তি সংস্থা ছাঁটাইয়ের পথে হেঁটেছে। সব মিলিয়ে ছবিটা মোটেই আশাপ্রদ দেখাচ্ছে না এই মুহূর্তে। এবার গুগলের যে ছবি সামনে এল তা যেন গোটা পরিস্থিতিটাই তুলে ধরছে। গত বুধবারই বহু কর্মীকে ছাঁটাই করেছে গুগল। এবার টেক জায়ান্টের এক অন্তঃসত্ত্বা কর্মী জানালেন, মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময়ই তাঁকে ছাঁটাই করা হয়েছে। নিকোল ফোলি নামের ওই মহিলার পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

লিঙ্কডিনে একটি পোস্টে নিকোল জানিয়েছেন, গত সাড়ে ১২ বছর ধরে তিনি গুগলে (Google) কর্মরত। কিন্তু মাতৃত্বকালীন ছুটিতে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই তিনি অত্যন্ত হতাশ ও বিষণ্ণ। ১০ মাসের অন্তঃসত্ত্বা তরুণী অবশ্য এও জানিয়েছেন, তিনি গুগলের কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ তাঁর সহকর্মীদের কাছেও। যাঁদের তিনি বন্ধু নয়, আত্মীয় মনে করেন।

[আরও পড়ুন: পুজোর আগে আকর্ষণীয় ছাড় নিয়ে হাজির Flipkart, জলের দরে পাবেন iPhone!]

তবে এত কিছুর মধ্যেও নিকোল আশা ছাড়তে রাজি নন। তিনি লিখেছেন, ‘আমি জানি সব কিছু ঠিক হয়ে যাবে। আগামীতে আমার জন্য কী রয়েছে, তা জানতেও আমি উন্মুখ।’ তাঁর দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন বহু নেটিজেন। সেই সঙ্গে নিজেদের জীবনেও এমন অভিজ্ঞতা ঘটে থাকলে তা সেখানে লিখেছেন অনেকেই। সকলেই নিকোলকে বলেছেন হাল না ছাড়তে। ভাইরাল হয়ে গিয়েছে ওই পোস্টটি।

[আরও পড়ুন: চিনা টাকায় চলছে সংবাদ ওয়েবসাইট? সাংবাদিকদের বাড়িতে তল্লাশি দিল্লি পুলিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement