shono
Advertisement

নেটদুনিয়ায় ভাইরাল ছবি কি ভুয়ো? এবার AI-এর সাহায্য নিয়ে বলে দেবে Google

কীভাবে ব্যবহার করবেন এই প্রযুক্তি? জেনে নিন।
Posted: 09:08 PM Oct 26, 2023Updated: 09:08 PM Oct 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের দৌলতে এখন অনেক মুশকিলই আসান হয়েছে। মানুষের বহু কাজ এক নিমেষে করে দিচ্ছে এআই। আবার কখনও হয়ে উঠছে মানুষের বন্ধুও। এবার ইউজারদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে এই কৃত্রিম বুদ্ধিমত্তার শরণাপন্ন হচ্ছে গুগলও। এই সার্চ ইঞ্জিনে পাওয়া কোনও ছবির তথ্য এবার বলে দেবে এআই।

Advertisement

ধরুন কোনও একটি নাম লিখে গুগলে (Google) সার্চ করে বেশ কিছু ছবি পেলেন। কিন্তু আপনার সার্চের সঙ্গে সেই সব ছবিই সঠিক দেখাচ্ছে কি না, তা অনেক সময়ই বোঝার উপায় থাকে না। তবে এবার এই সমস্যা মিটতে চলেছে। ‘অ্যাবাউট দিস ইমেজ’ নামের ফ্যাক্ট-চেক টুলটি চালু করছে গুগল। গোটা বিশ্বে ইংরাজি ভাষায় ইউজাররা এই সুবিধা পাবেন। আপনি যদি কোনও ছবি সার্চ করেন, তাহলে সেই ছবি সংক্রান্ত সঠিক তথ্য তুলে ধরবে এআই। সেই ছবিটির পুরনো তথ্য, মেটাডেটা এবং কোন পরিপ্রেক্ষিতে কোন কোন ওয়েবসাইটে তা ব্যবহার করা হয়েছে, সব তথ্যই জানতে পারবেন।

[আরও পড়ুন: জলপথে ঢাকা-কলকাতা সংযুক্তি, আগামী মাসেই শুরু প্রমোদতরী ‘এমভি গঙ্গা বিলাস’ যাত্রা]

কীভাবে ব্যবহার করতে পারবেন এই টুল? গুগল ইমেজ রেজাল্টের পেজটিতে গেলে দেখতে পাবেন সেই ছবির উপর তিনটে ডট দেখাচ্ছে। সেখানে ক্লিক করলেই ‘মোর অ্যাবাউট দিস পেজ’ অপশন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলেই ওই ছবি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

মেটাডেটার তথ্য পেলে বুঝতে পারবেন সেই ছবিটি কবে আপলোড করা হয়েছিল। কোন ওয়েবসাইটে তা আগে আপলোড করা হয়েছে। আর এই সব তথ্যই আপনি পাবেন কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে। ছবিটি ভুয়ো কি না, তাও স্পষ্ট হয়ে যাবে। অতএব ভুল ছবি সিলেক্ট করার ঝক্কিতে এবার ইতি।

[আরও পড়ুন: হেলিকপ্টার থেকে লাখ লাখ ডলার ওড়ালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার! কারণ জানলে অবাক হবেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement