সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুম প্রায় শেষ। আবার ডিসেম্বরে বড় দিন। কিন্তু বাঙালির বড় আপন উৎসব এবারের মতো শেষ হয়ে যাওয়ায় অল্প বিস্তর সবারই একটু মন খারাপ। আলো ঝলমলে শহরটাও আর উৎসবের দিনগুলোর মতো নেই। অফিস শুরু। ঠিক এই সময়েই দেখলেন, আপনার ঘরের সাজ যেন ফিকে হয়ে উঠেছে। চারদিক তাকালে, মন ভাল রাখা তো দূর অস্ত, আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। ইন্টেরিয়র বিশেষজ্ঞরা বলছেন, নিজের মুডকে সব সময়ই রঙিন রাখার জন্য মাঝে মধ্য়েই পরিবর্তন করুন অন্দরসজ্জা। এতে মন ভাল হতে বাধ্য!
প্রথমেই বদলে ফেলুন আপনার দেওয়ালের লুক। নতুন করে রং করার দরকার নেই। বরং দেওয়াল সাজান অন্যভাবে।
১) কাপড় দিয়ে তৈরি ওয়াল হ্যাঙ্গিং ব্যবহার করুন। এক্ষেত্রে বেছে নিন ফুলের ছবি বা এমব্রয়ডারি করা নকশা। ইচ্ছে করলে নিজেই নানা রঙের কাপড় কেটে কোলাজ বানিয়ে নিতে পারেন।
২) দেওয়ালে লাগিয়ে নিন মোমবাতির বাহারি স্ট্য়ান্ড। সন্ধে বা রাতে কিছুক্ষণের জন্য এই মোমবাতি জ্বালিয়ে দিন। দেখবেন ঘরের রূপ একেবারে বদলে গিয়েছে।
[আরও পড়ুন: ফুলদানিতে রাখা ফুল দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে? এই ৬ উপায়ে রাখুন তরতাজা]
৩) দেওয়ালে বিশেষ স্ট্য়ান্ড লাগিয়ে ইনডোর প্ল্যান্ট ঝুলিয়ে নিতে পারেন। এতে ঘর সতেজ হয়ে উঠবে।
৪) আজকাল বাজারে চিনা মাটির তৈরির নানা রঙের প্লেট পাওয়া যায়। এই প্লেটগুলো দেওয়ালে সুন্দর করে ফ্রেম করতে পারেন। ইচ্ছে করলে সাদা প্লেটের উপর নিজেই রঙিন নকশা আঁকতে পারেন।
৫) ঘরের দেওয়ালকে নতুন রূপ দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের লাইট কিন্তু দারুণ কাজ করে। চেষ্টা করুন এমন লাইট ব্যবহার করতে যা দেওয়ালে প্রতিফলিত হয়ে ঘর আলো করবে। দেখবেন এতে ঘর একেবারে নতুন রূপ পাবে। চেষ্টা করুন হালকা হলুদ রঙের আলো ব্যবহার করতে।