shono
Advertisement

স্নান সেরে উঠে ভেজা চুলে সিঁদুর পরেন? আপনার অভ্যাসই জীবনে ডেকে আনতে পারে বড় বিপদ

জেনে নিন বাস্তুশাস্ত্রবিদরা কী বলছেন।
Posted: 04:51 PM Nov 20, 2022Updated: 04:52 PM Nov 20, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহিত প্রায় প্রত্যেক মহিলাই সিঁদুর পরেন। অনেকেই মনে করেন স্বামীর মঙ্গলকামনায় সিঁদুর পরা বাধ্যতামূলক। তাই সিঁদুর পরা মিস করা কার্যত অসম্ভব বলেই তাঁরা ভাবেন। তাই তো স্নান করে ওঠার পর ভেজা চুলে সিঁদুর পরে নেন বহু রমণী। আপনিও কি তাঁদেরই দলে? কিন্তু জানেন কী, বাস্তুশাস্ত্র মতে ভিজে চুলে সিঁদুর পরলে বড়সড় সর্বনাশ হতে পারে।

Advertisement

স্নান সেরে বেরিয়ে সাধারণত বিবাহিত মহিলারা আয়নার সামনে দাঁড়ান। তারপরই তাঁরা সিঁদুরে (Sindoor) সিঁথি রাঙিয়ে তোলেন। কিন্তু জানেন কি বাস্তুশাস্ত্র মতে এই অভ্যাস যত তাড়াতাড়ি সম্ভব বদল করা প্রয়োজন।

[আরও পড়ুন: বাথরুমে খালি বালতি রাখছেন! বিপদ ডেকে আনছেন না তো? বাস্তুমতে জেনে নিন কী করণীয়]

বাস্তুশাস্ত্র মতে, কোনও বাড়ির মহিলা স্নান করে উঠে ভিজে চুলে সিঁদুর পরলে তার কুপ্রভাব পরিবারের উপর পড়ে।

যিনি স্নান সেরে উঠে ভিজে চুলে সিঁদুর পরছেন তাঁর মনে খারাপ চিন্তাভাবনা বাসা বাঁধে।

এমনকী ওই মহিলার পারিবারিক কলহ একধাক্কায় বাড়তে পারে অনেকখানি। তার ফলে স্বাভাবিকভাবেই সংসারের সুখশান্তি বিঘ্নিত হবে।

বহু বিবাহিত মহিলা মনে করেন মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার মাথায় শ্যাম্পু করা অনুচিত। এমনকী তাঁরা একাদশী কিংবা পূর্ণিমাতেও শ্যাম্পু করেন না।

আবার কেউ কেউ যেমন দশমীতে সিঁদুরখেলার পর শ্যাম্পু করেন না। অনেকে বিশ্বাস করেন, শ্যাম্পু করে সিঁদুর পুরোপুরিভাবে ধুয়ে গেলে স্বামী-সহ পরিবারের অকল্যাণ হয়।

শুধু সিঁদুরই নয়। বিবাহিতরা শাঁখা পলা খোলা কিংবা পরার ক্ষেত্রেও নানা নিয়ম মানেন। সংসারের মঙ্গলের কথা ভেবেই এসব করেন তাঁরা।  

[আরও পড়ুন: দামি পোশাক ড্রাই ক্লিন করতে চান? লন্ড্রি নয়, বাড়িতেই কেচে ফেলুন, রইল সহজ টিপস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement