shono
Advertisement

Breaking News

বর্ষাকালে জামাকাপড়ে দুর্গন্ধ? সমস্যা দূর করতে রইল এই ৮ টিপস

খুব সহজেই দূর হবে এই সমস্যা।
Posted: 09:37 PM Jul 07, 2022Updated: 09:37 PM Jul 07, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজ সকালেই দুম করে বৃষ্টি নামছে। গরম থেকে স্বস্তি পেলেও, এই হঠাৎ বৃষ্টি কিন্তু বেশ বিরক্তিকর। আসলে আষাঢ়, শ্রাবণ মাস এলেই বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে, আর তাল মিলিয়ে বাড়তে থাকে এই বিরক্তি। রাস্তাঘাটে কাদা, ভিজে জামাকাপড়, আর সঙ্গে জামাকাপড়ে বোঁটকা গন্ধ! বর্ষাকালে জামা কাপড়ের এই বোঁটকা গন্ধ খুব সহজেই দূর করা যায়। কীভাবে করবেন? রইল টিপস।

Advertisement

১) বৃষ্টিতে ভিজে যাওয়া জামা কাপড় কখনও ফেলে রাখবেন না। বরং বাইরে থেকে এসে জলে ভিজিয়ে রাখুন। এতে গন্ধ হবে না।

২) অনেকেই বৃষ্টির দিনে ঘরের ভিতর ফ্যান চালিয়ে জামাকাপড় শুকিয়ে নেন। রোদ না পাওয়ায় এতে জামায় বোঁটকা গন্ধ হয়। এই হাত থেকে বাঁচতে একটি বোতলে অল্প পরিমাণ ভডকা ঢালুন। সঙ্গে খানিকটা জল মেশান। এ বার কাচা জামার উপর অল্প অল্প করে স্প্রে করে দিন। দেখবেন গন্ধ উধাও।

[আরও পড়ুন: বর্ষায় বাড়িকে সুরক্ষিত রাখতে এই কাজগুলি করেছেন তো? নইলে মহাবিপদ]

৩) ডিটারজেন্টে জামাকাপড় ভেজানোর সময় জলে বেকিং সোডা ও এক চামচ ভিনিগার মিশিয়ে দিন। দেখবেন এতে জামাকাপড় ফ্রেশ থাকবে।

৪) জামাকাপড় আলমারিতে রাকার সময় কয়েকটা নিমপাতা রেখে দিন জামার মধ্যে। দেখবেন এতে কাপড় ফ্রেশ থাকবে।

ছবি: প্রতীকী

৫) জামাকাপড় ভেজানোর জলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিন। দেখবেন এতে দুর্গন্ধ হবে না।

৬) জামাকাপড়ের আলমারিতে অবশ্যই রাখুন ন্য়াপথোলিন। এতে বোঁটকা গন্ধ হবে না। 

৭) জামাকাপড় শুকিয়ে গেলে অবশ্য়ই তা ইস্ত্রি করে রাখুন। এতে জামাকাপড় ফ্রেশ থাকবে। 

৮) ওয়াশিং মেশিনে জামাকাপড় দেওয়ার সময় ডিটারজেন্টের সঙ্গে চন্দনের গুঁড়ো মিশিয়ে দিন। এতে জামাকাপড় থেকে ভাল গন্ধ ছাড়বে। 

[আরও পড়ুন: কাঠের আসবাবে ছত্রাক পড়েছে? দূর করুন এই ৮ উপায়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement