shono
Advertisement

Breaking News

Jio

দিনভর গেম খেলেন? আকর্ষণীয় ৫টি রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

নতুন এই প্ল্যানের খরচ কত জানেন?
Published By: Tiyasha SarkarPosted: 08:55 PM May 26, 2025Updated: 09:35 PM May 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনভর গেম খেলেন? চিন্তায় থাকেন, এই ডেটা শেষ হয়ে গেল না তো? যদি আপনি জিও ইউজার হয়ে থাকেন, তাহলে আপনার দুশ্চিন্তার দিন শেষ। গেমারদের কথা মাথায় রেখে আকর্ষণীয় প্ল্য়ান নিয়ে হাজির হয়েছে অম্বানির জিও।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? জিও সূত্রে খবর, গেমারদের কথা মাথায় রেখে তিনটি নয়া রিচার্জ প্ল্যান এনেছে সংস্থা। সবচেয়ে সস্তা প্ল্যানটির দাম ৪৮ টাকা। এতে পাবেন ১০ এমবি ডেটা। তার সঙ্গে মিলবে ৩ দিনের জন্য জিও গেমস ক্লাউডের অ্যাক্সেস। আরেকটি প্ল্যানও ১০০ টাকা মধ্যে। তার দাম ৯৮ টাকা। এই প্ল্য়ানটি রিচার্জ করলেও পাবেন ১০ এমবি ডেটা। সেই সঙ্গে ৭ দিনের জন্য অ্যাক্সেস পাবেন জিও গেমম ক্লাউডের। আরেকটি প্ল্য়ানটির খরচ ২৯৮ টাকা। এতে পাবেন ৩ জিবি ডেটা, ২৮ দিনের জন্য পেয়ে যাবেন জিও গেমস ক্লাউডের অ্যাক্সেস।

জিও এনেছে ২৮ দিনের আরেকটি গেমিং প্ল্যান। যার খরচ ৪৯৫ টাকা। এতে পাবেন প্রতিদিন ১.৫ জিবি ডেটা। প্রতিদিন মিলবে ১০০ টা মেসেজ, থাকছে আনলিমিডেট কলের সুবিধা। এছাড়া পাবেন জিও গেমস ক্লাউড, জিও টিভি ও ফ্যান কোড অ্যাক্সেস। ৯০ দিনের জন্য মিলবে হটস্টার। এছাড়া জিও এআই ক্লাউডে পাবেন ৫০ জিবি ফ্রি স্টোরেজ।

রয়েছে ২৮ দিনের আরেকটি প্ল্যান। যার খরচ ৫৪৫ টাকা। কী কী থাকছে এই প্ল্য়ানে? এতে পাবেন মোট ৬১ জিবি ডেটা, আনলিমিডেট কল। প্রতিদিন পাবেন ১০০ টি করে মেসেজ। হটস্টার, জিও গেমস ক্লাউড, ফ্য়ান কোড, জিও টিভি-তে ফ্রি অ্যাক্সেস। এছাড়া জিও এআই ক্লাউডে পাবেন ৫০ জিবি ফ্রি স্টোরেজ। তাহলে আর দেরি কেন? গেম লাভার হলে এখনই রিচার্জ করে ফেলুন এই প্ল্য়ান থেকে পছন্দ মতো যে কোনও একটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিনভর গেম খেলেন? চিন্তায় থাকেন, এই ডেটা শেষ হয়ে গেল না তো?
  • যদি আপনি জিও ইউজার হয়ে থাকেন, তাহলে আপনার দুশ্চিন্তার দিন শেষ।
  • গেমারদের কথা মাথায় রেখে আকর্ষণীয় প্ল্য়ান নিয়ে হাজির হয়েছে অম্বানির জিও।
Advertisement