shono
Advertisement

ইউজারদের জন্য দুঃসংবাদ, এবার জিও সিনেমা দেখতে গেলেও লাগবে টাকা!

সাবস্ক্রিপশনের জন্য মাসিক বা বার্ষিক কত খরচ হবে?
Posted: 02:44 PM Apr 16, 2023Updated: 04:36 PM Apr 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্তের স্বর্গরাজ্য জিও সিনেমা। পছন্দের সিরিয়াল থেকে সিনেমা, খেলা থেকে রিয়ালিটি শো- এই ওয়েব প্ল্যাটফর্মে সবকিছুই দেখা যায় বিনামূল্যে। কিন্তু এবার সেই দিনও শেষ হতে চলেছে। জিও সিনেমার কনটেন্ট দেখার জন্যও এবার থেকে গ্যাঁটের কড়ি খরচ হবে!

Advertisement

হ্যাঁ, ঠিকই পড়েছেন। এককালে যে রিলায়েন্স জিও ইউজারদের কথা ভেবে বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে নানা অফার দিয়েছে, এবার সেই সংস্থার প্ল্যাটফর্মে প্রোগ্রাম দেখার জন্যও টাকা খরচ করতে হবে। ঠিক যেমন করতে হয় নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও কিংবা ডিজনি+ হটস্টারের মতো OTT প্ল্যাটফর্মগুলিতে। জানা গিয়েছে, আইপিএলের (IPL 2023) মরশুম শেষ হলেই নাকি টাকা দিয়ে এই প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করতে হবে। তবে ইউজারদের মনোরঞ্জনের জন্য এখানে আরও বেশি সিনেমা ও কনটেন্ট থাকবে।

[আরও পড়ুন: তীব্র গরমে পুড়ছে বাংলা, সোম থেকে শুক্র স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর]

আগামী ২৮ মে শেষ হবে এবারের আইপিএল। শোনা যাচ্ছে, তারপর থেকেই শুরু হয়ে যাবে টাকা দিয়ে সাবস্ক্রিপশনের প্রক্রিয়া। আসলে শুধু লাইভ খেলা দেখানোর পাশাপাশি ইউজারদের কাছে আরও অনেক কনটেন্ট পৌঁছে দিতে চায় জিও সিনেমা (Jio Cinema)। সেই কারণেই এই পদক্ষেপ বলে কোম্পানির তরফে খবর। এর জন্য এই প্ল্যাটফর্মে ১০০টিরও বেশি সিনেমা ও টিভি সিরিজ যুক্ত করা হবে। তবে সাবস্ক্রিপশনের জন্য মাসিক বা বার্ষিক কত খরচ হবে, এখনও কিছু জানানো হয়নি।

ভারতীয় বাজারে সাধারণ মানুষের ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতি আসক্তি দিনদিন বেড়েই চলেছে। সেই সুযোগকে কাজে লাগিয়েই নিজেদের আয় বাড়াতে চাইছে মুকেশ আম্বানির সংস্থা। তবে আপাতত স্বস্তি যে বিনামূল্যেই উপভোগ করা যাবে আইপিএলের ম্যাচগুলি।

[আরও পড়ুন: পুকুরে নেমে জীবনকৃষ্ণের মোবাইল খুঁজছেন TMC কর্মীরাই! নেতৃত্বে দলের অঞ্চল সভাপতি, ব্যাপারটা কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement