সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমেই অন্ধকারে ডুবছে টেক সংস্থার কর্মীদের ভবিষ্যৎ। আবারও চাকরি হারাতে চলেছেন মেটার ছ’হাজারেরও বেশি কর্মী। আগামী সপ্তাহেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে কর্মরতদের একটা বড় অংশ চাকরি খোয়াবেন।
বিশ্ব বাজারে মন্দার কথা মাথায় রেখে গণছাঁটাইয়ের পথে হেঁটেছে মেটা (Meta)। দফায় দফায় চাকরি হারিয়েছেন হাজার হাজার কর্মী। মেটা কর্ণধার মার্ক জুকারবার্গের তরফে আগেই জানানো হয়েছিল, চলতি বছর মে মাসে ফের বেশ কিছু কর্মীর চাকরি যাবে। এবার শোনা যাচ্ছে, পরিকল্পনা মাফিকই আগামী সপ্তাহে চাকরি হারাতে পারেন ৬ হাজারেরও বেশি কর্মী। সংস্থার খরচ কমাতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সকে (AI) কাজে লাগিয়েই এগোনোর পরিকল্পনা মেটার।
[আরও পড়ুন: কাশ্মীরি পণ্ডিতদের মতোই গণহত্যার চক্রান্ত! মণিপুরে আতঙ্কিত সংখ্যাগুরু হিন্দু মেতেইরা]
প্রসঙ্গত, গত বছর নভেম্বরে ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল টেক জায়ান্ট মেটা। হাজার হাজার কর্মীর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল পিংক স্লিপ অর্থাৎ চাকরি হারানোর নোটিস। আগামী সপ্তাহে ফের কর্মী সংখ্যা কমাতে চলেছে মেটা। সম্ভবত গোটা বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ছাঁটাই করল জুকারবার্গের (Mark Zuckerberg) সংস্থাই। স্বাভাবিক ভাবেই মেটার এহেন সিদ্ধান্তে ক্ষুব্ধ কর্মীরা।
মেটার তরফে নিক ক্লেগ জানান, “ছাঁটাইয়ের তৃতীয় ঢেউ আগামী সপ্তাহেই।” বিজনেস টিমের উপর এর প্রভাব পড়বে বলেই খবর। কবে থেকে তাঁরা কাজ হারাচ্ছেন, সেই বিষয়েই বিস্তারিত তথ্য ই-মেল মারফৎ পাঠিয়ে দেওয়া হবে।