সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজারে এল মাইক্রোম্যাক্সের নতুন স্মার্টফোন। দেশজুড়ে রিটেল স্টোরে Canvas Unite 4 Plus মডেলটির বিক্রি হচ্ছে।
মেটাল বডির স্মার্টফোনটি এখন মিলছে গোল্ড, গ্রে ও সিলভার রংয়ে। ১২টি ভারতীয় ভাষা সাপোর্টেড এই স্মার্টফোনে text-to-speech সাপোর্ট রয়েছে ৬টি ভারতীয় ভাষার জন্য। ভাষাগুলি হল হিন্দি, তামিল, মালয়ালম, মারাঠি, বাংলা ও তেলুগু।
এবার আসা যাক মডেলটির স্পেসিফিকেশনের কথায়। Micromax Canvas Unite 4 Plus মডেলের এইচডি ডিসপ্লে ৫ ইঞ্চির। ১ গিগাহার্ৎজ কোয়াড-কোর মিডিয়াটেক প্রসেসরের সঙ্গে ২ জিবি র্যাম। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শেমলো আপডেট, ইন্টারনাল মেমোরি ১৬ জিবির। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৬৪ জিবি।
দামের নিরিখে এই স্মার্টফোনের ক্যামেরাও বেশ শক্তিশালী। ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ফ্রন্টে ৫ এমপি। রয়েছে এলইডি ফ্ল্যাশও। 4G, LTE, 3G সাপোর্টেড এই ফোনের ব্যাটারি ২৫০০ এমএএইচ। এই ফোনটির দাম ৭,৯৯৯ টাকা।
The post বাংলা বুঝবে Micromax-এর এই নতুন ফোন appeared first on Sangbad Pratidin.