সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ও পরিবারের ভবিষ্যতের কথা ভেবে কমবেশি সকলেই এলআইসি করেন। একেক প্ল্যানের খরচ এক এক রকম। কোনওটায় প্রতিমাসে জমা দিতে হয় টাকা। কোনও প্ল্যানে আবার বছরে, ছ'মাসে বা তিনমাসে। তা নিয়ে ঝক্কিও পোহাতে হয়। সেই কথা মাথায় রেখেই এবার প্রিমিয়াম জমার পদ্ধতি আরও সহজ করছে সংস্থা। ফোন এখন হাতে হাতে। আট থেকে সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই প্রিমিয়াম জমার সুযোগ করে দিচ্ছে LIC। ব্যাপারটা ঠিক কী?
জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে প্রিমিয়াম দেওয়ার জন্য 8976862090-নম্বরে পাঠাতে হবে 'Hi'। এরপরই একাধিক অপশন পাবেন, সেখান থেকে পছন্দ মতো বেছে নিলেই হয়ে যাবে পেমেন্ট। কিন্তু তার আগে এলআইসি পোর্টালে রেজিস্ট্রার করা আবশ্যক। কীভাবে করবেন? চলুন জেনে নেওয়া যাক।
১. প্রথমে এলআইসির ওয়েবসাইটে যান।
২.সেখানে পাবেন 'কাস্টমার পোর্টাল' অপশন। সেটিতে ক্লিক করুন।
৩.এরপর বেছে নিন 'নিউ ইউজার'। সেখানে এলআইসির যাবতীয় তথ্য দিন। অর্থাৎ পলিসি হোল্ডারের নাম, পলিসি নম্বর।
৪.বেছে নিন 'বেসিক সার্ভিস' অপশন। সিলেক্ট করুন 'অ্যাড পলিসি'। সেখানে পলিসির যাবতীয় তথ্য দিন।
ব্যাস, রেজিস্ট্রেশন হয়ে গেলেই কেল্লাফতে। এবার হোয়াটসঅ্য়াপেই দিতে পারবেন এলআইসির প্রিমিয়াম।
