shono
Advertisement

ভারতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘পোকেমন গো’

এখন গুগল প্লে-তে মিলছে জনপ্রিয় এই গেম৷ The post ভারতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘পোকেমন গো’ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:25 AM Dec 15, 2016Updated: 08:55 PM Dec 14, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক স্টোরে তুমুল জনপ্রিয় হওয়ার পর এবার দক্ষিণ এশিয়াতেও পা রাখল পোকেমন ‘গো’৷ ১৯৯০-এর শেষের দিকে ও ২০০০ সালের গোড়ায় যথাক্রমে পোকেমন কার্টুন ও খেলনায় গোটা দুনিয়া মজে ছিল৷ সেই জনপ্রিয় কার্টুন চরিত্রই ফের নয়া অবতারে হাজির হয়েছে Nintendo-র হাত ধরে৷ Pokemon Go একটি গেম যেটি খেলা যায় স্মার্টফোনে৷ iOS ও Android ইউজাররা এই গেম খেলতে পারবেন৷ ভার্চুয়াল রিয়ালিটি নির্ভর এই গেম-এ বাস্তবের দুনিয়া থেকে আপনাকে পোকেমনের চরিত্রগুলি সংগ্রহ করে রেড, ব্লু বা ইয়েলো টিমে যোগ দিয়ে অন্যদের সঙ্গে লড়াই করতে হবে৷ ধাপে ধাপে আরও শক্তিশালী হবে আপনার পোকেমন চরিত্রটি৷

Advertisement

মঙ্গলবার পোকেমন গেমের নির্মাতারা একটি ব্লগ পোস্টে জানিয়েছেন, এখন থেকে অ্যাপ স্টোর ও গুগল প্লে থেকে ডাউনলোড করে খেলা যাবে পোকেমন গো৷ ভারত-সহ পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা ও বাংলাদেশের ইউজাররা আনুষ্ঠানিকভাবে গেমটি ডাউনলোড করে খেলতে পারবেন৷ Niantic team জানিয়েছে, ভারতে গেমটি লঞ্চ করার আগে বেশ কিছু প্রশাসনিক চ্যালেঞ্জকে অতিক্রম করতে হয়েছে৷ গেমটির সাইজ ৮৬.৬১ এমবি৷

এই গেমের জনপ্রিয়তার মূল কারণ হল, এটি একটি augmented reality নির্ভর গেম৷ মোবাইলের লোকেশন ও ইন্টারনেট কানেকশন চালু রাখলে আপনি রাস্তাঘাটে পোকেমন চরিত্র খুঁজে পাবেন৷ এখনও অ্যান্ড্রয়েড মার্কেটে অন্যতম জনপ্রিয় গেম হল পোকেমন৷ মাইক্রো ব্লগিং সাইট টুইটারের চেয়েও বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে পোকেমন গো-র৷ বিশ্বজুড়ে পোকেমন ফ্যানরা পার্কে-শপিং মলে পোকেমন খুঁজে বেড়াচ্ছেন৷ বেড়েছে পথ দুর্ঘটনা৷ গাড়ি-ঘোড়া দেখে পোকেমন খুঁজে বেড়ানোর জন্য বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতারও করেছে৷ এতদিন ভারতে অফিসিয়ালি পোকেমন গো রিলিজ না করলেও বহু ইউজারই এপিকে ফাইল ডাউনলোড করে পোকেমন খেলা শুরু করে দিয়েছিলেন৷ কিন্তু এখন থেকে গুগল প্লে-তে আনুষ্ঠানিকভাবে মিলবে এই গেম৷ তাহলে আর দেরি না করে এখন থেকেই শুরু করে দিন পোকেমন ধরতে৷

(Pokemon নিয়ে দুনিয়া জুড়ে মাতামাতি কেন?)

The post ভারতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘পোকেমন গো’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement