বিনোদন দুনিয়ায় বড়সড় চমক দিল জিও হটস্টার। নতুন বছরের শুরুতেই গ্রাহকদের কথা মাথায় রেখে একগুচ্ছ সস্তা সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে এল এই ওটিটি প্ল্যাটফর্ম। আগামী ২৮ জানুয়ারি থেকে নতুন গ্রাহকদের জন্য কার্যকর হবে এই নিয়ম। মাত্র ৭৯ টাকা থেকেই শুরু হচ্ছে এই পরিষেবা।
আগে জিও হটস্টারে মূলত তিন মাস বা এক বছরের দীর্ঘমেয়াদি প্ল্যানমতো চলত। এবার থেকে প্রতি মাসে রিচার্জ করার সুবিধাও মিলবে। তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে এই প্ল্যানগুলি— মোবাইল, সুপার এবং প্রিমিয়াম।
মোবাইল প্ল্যান: শুধুমাত্র স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই ব্যবস্থা। এক মাসের জন্য খরচ হবে ৭৯ টাকা। তিন মাস এবং এক বছরের জন্য দিতে হবে যথাক্রমে ১৪৯ টাকা এবং ৪৯৯ টাকা। এই প্ল্যানে বিজ্ঞাপন দেখা যাবে। তবে হলিউডের সিনেমা বা সিরিজ দেখতে চাইলে আলাদা করে 'অ্যাড-অন' নিতে হবে। যার মাসিক খরচ ৪৯ টাকা।
সুপার প্ল্যান: যারা একাধিক ডিভাইসে সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য সুপার প্ল্যান আদর্শ। মাসিক ১৪৯ টাকা খরচ করলেই দুই জন গ্রাহক একসঙ্গে লগ-ইন করতে পারবেন। তিন মাস ও এক বছরের খরচ যথাক্রমে ৩৪৯ টাকা এবং ১,০৯৯ টাকা। এই প্ল্যানে মোবাইল, ল্যাপটপ বা স্মার্ট টিভি— সবর্ত্রই ঢুঁ মারা যাবে। তবে এখানেও বিজ্ঞাপনের বিরতি থাকবে। বড় সুবিধা হল, এই প্ল্যানে হলিউড কন্টেন্টের জন্য আলাদা টাকা লাগবে না।
প্রিমিয়াম প্ল্যান: একদম ঝকঝকে অভিজ্ঞতার জন্য রয়েছে প্রিমিয়াম প্ল্যান। মাসিক ২৯৯ টাকায় পাওয়া যাবে সম্পূর্ণ বিজ্ঞাপনহীন পরিষেবা। তবে লাইভ স্পোর্টস বা লাইভ শো-তে বিজ্ঞাপন থাকবে। একসঙ্গে চারটি ডিভাইসে চালানো যাবে এই অ্যাকাউন্ট। তিন মাস ও এক বছরের খরচ পড়বে ৬৯৯ টাকা এবং ২,১৯৯ টাকা।
সংস্থা স্পষ্ট জানিয়েছে, এই নতুন নিয়ম শুধুমাত্র আগামী ২৮ জানুয়ারির পর আসা গ্রাহকদের জন্যই প্রযোজ্য। যারা পুরনো গ্রাহক, তাদের আগের সুবিধায় কোনও কাটছাঁট করা হচ্ছে না।
