shono
Advertisement
Relationship tips

কিছুতেই ভুলতে পারছেন না প্রাক্তনকে? এই কারণেই ঘুরেফিরে আসে স্মৃতি

নিজের অনুভূতি ভাগ করে নিন বন্ধুদের সঙ্গে। 
Published By: Tiyasha SarkarPosted: 05:34 PM Jul 18, 2025Updated: 05:34 PM Jul 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনে প্রেম যতটা সত্যি, ঠিক ততটাই সত্যি বিচ্ছেদও। কিন্তু মেনে ও মানিয়ে নেওয়াটা বেশ কষ্টের। বিচ্ছেদ, যোগাযোগ বন্ধেও সহজে প্রিয় মানুষটাকে ভোলা যায় না। ঘুরে ফিরে মনের দরজায় কড়া নাড়ে স্মৃতি। কেউ দ্রুত বিচ্ছেদের যন্ত্রণা কাটিয়ে ওঠেন, আবার অনেকেই তা পারেন না। প্রতি মুহূর্তে মনে পড়ে যায় প্রাক্তনকেই। হাজারও চেষ্টাতেও ভুলতে পারেন না তাঁকে। এতে কোনও অপরাধ নেই। কিন্তু জানেন কেন হয় এরকম?

Advertisement

১. মানুষ অভ্যেসের দাস। একটা গতে বাধা জীবনে বিশ্বাসী। যা যেভাবে ছিল, তা বদলে গেলে মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। গতকালও যে ছিল, আজ সে নেই, এটা মেনে নিতে পারাই চ্যালেঞ্জ। মানতে না পারলেই ঘুরে ফিরে আসে স্মৃতি।

২. ভালোবাসার মিষ্টি অনুভূতিগুলি মস্তিষ্কে 'ফিল-গুড' রাসায়নিকের নিঃসরণ করে। ফলে আমাদের মন-মেজাজ থাকে ফুরফুরে। বিচ্ছেদে এই অনুভূতিগুলো বন্ধ হয়ে যায় একলহমায়। সেই কারণে মন চায় সেই পুরনো জীবন ফিরে পেতে।

৩. অনেক সময়  'ক্লোজার' ছাড়াই বিচ্ছেদ হয়ে যায়। অনেক প্রশ্ন থেকে যায় অজানা। এক্ষেত্রে প্রাক্তনকে মনে পড়া খুব স্বাভাবিক। রাগ, দুঃখ, অভিমানের পাশাপাশি মাঝে মধ্যেই মনে উঁকি মারে প্রশ্ন, "কোন দোষে এই দূরত্ব?" উত্তর মেলে না। কিন্তু একথাই বারবার মনে করিয়ে দেয় পুরনো সুন্দর দিনগুলো।

ছবি: প্রতীকী

৪. বিচ্ছেদের সঙ্গেই হারিয়ে যায় সঙ্গীর অভ্যেসগুলো। যে কাজগুলো আপনারা একসঙ্গে করতেন, সেগুলোও বদলে যায়। একা করতে হয়। যে জায়গায় একসঙ্গে যেতেন, এখন সেখানে একা যান। যা বাড়ায় মন খারাপ। নতুন জীবনেও বারবার মনে পড়ে প্রাক্তনকে। 

৫. সম্পর্কে থাকাকালীন সঙ্গীর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিলেন? এক্ষেত্রে বিচ্ছেদ ভিতর থেকে ভেঙে দেয় যে কাউকে। একাকিত্ব গ্রাস করে। নিজের জীবন কীভাবে এগিয়ে নিয়ে যাবেন, সেই উত্তর থাকে না নিজের কাছেই। সেক্ষেত্রেও বারবার ঘুরে ফিরে আসে প্রাক্তনের স্মৃতি।

৬. যে কোনও ক্ষত সারতেই সময় লাগে। তাই জোর করে প্রাক্তনকে ভোলার চেষ্টা করতে গেলেই বিপদ। মনের উপর জোর করলে বারবার ঘুরে ফিরে আসে পুরনো স্মৃতি, তা আপনাকে শক্ত করার বদলে আরও বেশি দুর্বল করে দেয়। মনে করিয়ে দেয় প্রাক্তনের সঙ্গে কাটানো সময়। কষ্ট দেয় বিচ্ছেদ। মুক্তি পেতে কথা বলুন বন্ধুদের সঙ্গে। নিজের অনুভূতি ভাগ করে নিন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গতকালও যে ছিল, আজ সেই নেই, এটা মেনে নিতে না পারাই চ্যালেঞ্জ।
  • ভালোবাসার মিষ্টি অনুভূতিগুলি মস্তিষ্কে 'ফিল-গুড' রাসায়নিকের নিঃসরণ করে। ফলে আমাদের মন-মেজাজ থাকে ফুরফুরে। বিচ্ছেদে এই অনুভূতিগুলো বন্ধ হয়ে যায় একলহমায়। সেই কারণে মন চায় সেই পুরনো চেয়ে জীবন ফিরে পেতে।
  • অনেক সময়  'ক্লোজার' ছাড়াই বিচ্ছেদ হয়ে যায়। অনেক প্রশ্ন থেকে যায় অজানা। এক্ষেত্রে প্রাক্তনকে মনে পড়া খুব স্বাভাবিক।
Advertisement