সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনামূল্যে ফুটবল বিশ্বকাপে দেখিয়ে ইতিমধ্যেই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের বাজারে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে JioCinema। এবার আইপিএলও নিখরচায় দেখাবে মুকেশ আম্বানির সংস্থা। বিশ্বকাপের মতো এবছর আইপিএলও দেখা যাবে JioCinema অ্যাপে। এবং সেটার জন্য কোনওরকম সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন পড়বে না।
আইপিএলের আগের আসর পর্যন্ত অনলাইনে এই মেগা টুর্নামেন্ট দেখাতো ডিজনি প্লাস হটস্টার (Disney Hotstar)। সেজন্য আলাদা করে সাবস্ক্রিপশন নিতে হত। কিন্তু এ বছর নিলাম করে মোটা টাকায় ভারতীয় উপমহাদেশে আইপিএল (IPL 2023) দেখানোর স্বত্ত্ব কিনে নিয়েছে আম্বানির সংস্থা Viacom 18। ভারতীয় উপমহাদেশে ডিজিটাল স্বত্ত্বের জন্য ২৩ হাজার ৭৫৮ কোটি টাকা খরচ করতে হয়েছে আম্বানির সংস্থাকে। অথচ, এত টাকা খরচ করেও আইপিএল ম্যাচ বিনামূল্যে দর্শকদের দেখানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
[আরও পড়ুন: বিশ্বকাপের ফর্ম ক্লাব ফুটবলেও, সাঁ জাঁ-র হয়ে নেমেই গোল করলেন মেসি]
এত টাকা খরচ করেও কেন নিখরচায় টুর্নামেন্ট দেখানোর সিদ্ধান্ত? ওয়াকিবহাল মহল মনে করছে, আসলে আম্বানির সংস্থা অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের বাজারে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। খেলাধুলোর সম্প্রচারের বাজারে এই মুহূর্তে ভারতে একচেটিয়া ব্যাবসা ডিজনি প্লাস হটস্টার এবং সোনি লিভের। সেই বিপুল বাজারে থাবা বসাতে চাইছে জিও। সুত্রের খবর, সংস্থার কর্তারা আন্দাজ করছেন বিনামূল্যে আইপিএল দেখানোর ব্যবস্থা হলে অন্তত ৬০ লক্ষ মানুষের কাছে সহজে পৌঁছে যেতে পারবে JioCinema। সেটাই টার্গেট রিলায়েন্সের।
[আরও পড়ুন: বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের শুভেচ্ছাদূত রোনাল্ডো! টুইট করে সত্যিটা জানাল আল নাসের]
ফুটবল বিশ্বকাপের (Fifa World Cup) একেবারে শুরুর ম্যাচে খানিকটা সমস্যা হলেও গোটা ফুটবল বিশ্বকাপ সফলভাবে দেখিয়েছে জিও সিনেমা। বিশ্বকাপে তাঁদের কভারেজ বেশ পছন্দও হয়েছে দর্শকদের। আইপিএলেও চমক রাখতে চলেছে আম্বানির সংস্থা। আইপিএলের সম্প্রচারও হবে বিভিন্ন আঞ্চলিক ভাষায়। সেই সঙ্গে ক্রিকেট সম্পর্কে আলোচনা, বিতর্ক সবই থাকছে। তবে আইপিএলের ম্যাচগুলি হাই কোয়ালিটিতে দেখতে হলে, আলাদা সাবস্ক্রিপশন নিতে হবে।