shono
Advertisement

Breaking News

Twitter Down: বিশ্বজুড়ে টুইটারে সমস্যা, লগ ইন করতে পারছেন না হাজার-হাজার ইউজার

কতক্ষণে মিটবে সমস্যা, মুখে কুলুপ মাস্কের সংস্থার।
Posted: 11:03 AM Dec 29, 2022Updated: 11:16 AM Dec 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা সমস্যায় টুইটার (Twitter) ব্যবহারকারীরা। অভিযোগ, টুইটারে লগ ইন করতে পারছেন না বহু ব্যবহারকারী। তবে কেন এই সমস্যা তা নিয়ে এলন মাস্কের মালিকানাধীন মাইক্রোব্লগিং সাইটের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

বিভিন্ন সূত্রে মারফত খবর, আমেরিকা-কানাডার প্রায় ১০ হাজার ইউজার টুইটারে লগ ইন (Twitter Log in) করতে গিয়ে সমস্যায় পড়েন। সমস্যার সূত্রপাত হয় আমেরিকার স্থানীয় সময় বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সমস্যা মেটেনি।

[আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিনে আরও সকালে থেকে চলবে মেট্রো, ইস্ট-ওয়েস্ট রুটেও মিলবে পরিষেবা]

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বিশ্বজুড়ে হাজার-হাজার ইউজার অভিযোগ করেন তাঁরা টুইটারে লগ ইন করতে পারছেন না। সমস্যা মূলত দেখা গিয়েছে, টুইটারের ওয়েব ভারসানে। কেউ কেউ আবার দাবি করেছেন, টুইটারের নোটিফিকেশন আসছে না। সবমিলিয়ে চরম সমস্যার মুথে টুইটার ব্যবহারকারী। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। ইউজারদের অভিযোগ, মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সমস্যার মুখে পড়ছেন তাঁরা।

এদিকে কী কারণে এই সমস্যা, কতক্ষণে সমস্যা সমাধান হবে তা নিয়ে টুইটারের তরফে একটি শব্দও খরচ করা হয়নি। ওয়াকিবহাল মহলের প্রাথমিক ধারনা, টুইটারের ইন্টারনাল কোডিংয়ের সমস্যার জেরেই এই বিপত্তি।

[আরও পড়ুন: এক রাতে ৬ ডিগ্রি নামল কলকাতার পারদ, বছর শেষে ঠান্ডায় কাঁপছে তিলোত্তমা]

এদিকে এলন মাস্ক দায়িত্ব নেওয়ার দু’মাসের মাথায় এই ত্রুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা। ক্রমাগত কটাক্ষ করা হয়েছে ধনকুবের এলন মাস্ককে। 

 

 

নেটিজেনদের অভিযোগ, একসঙ্গে ৭৫ শতাংশ কর্মীকে বরখাস্ত করার ফল ভুগছে টুইটার। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement