shono
Advertisement

Galaxy Note 7-এর জন্য ১৭০০ কোটি ডলার লোকসান স্যামসাংয়ের

ক্রেতাদের সুরক্ষা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা৷
Posted: 02:32 AM Oct 12, 2016Updated: 09:02 PM Oct 11, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: Galaxy Note 7 উৎপাদন বন্ধ করল স্যামসাং সংস্থা৷ এই সিদ্ধান্তে অন্তত ১৭০০ কোটি ডলারের ধাক্কা খাবে এই সংস্থা৷

Advertisement

বাজারে আসার কয়েকদিনের মধ্যেই এই ফোনে সমস্যা দেখা দেয়৷ অধিকাংশ জায়গায় ব্যাটারির সমস্যার জন্য ফোনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে৷ নিরাপদ নয় এমনটা জানিয়ে বহু জায়গায় ফোনটি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ এমনকি বিমানে এই ফোন ব্যবহার করা যাবে না এমনটাও জানানো হয়েছিল৷

নিরাপত্তা নিয়ে কোন আপস করবে না জানিয়ে সংস্থার পক্ষ থেকে ফোন ফিরিয়ে নেওয়া হয় বাজার থেকে৷ এবং পরীক্ষা করে ফের বাজারে ফোনটি বিক্রি শুরু করে সংস্থা৷ ব্যাটারির সমস্যা ছিল এমনটাই জানিয়ে নতুন পরীক্ষিত ফোন ক্রেতাদের হাতে তুলে দেয় তারা৷

কিন্তু ফের একই সমস্যা দেখা গেল৷ পরীক্ষার পরেও বিস্ফোরণের ঘটনা ঘটায় ক্রেতাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ অনেকেই এই ফোন ফিরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল সংস্থাকে৷ তাই ক্রেতাদের সুরক্ষার কথা মাথায় রেখেই সংস্থাও এই ফোন উৎপাদন বন্ধ করল৷

স্যামসাং সংস্থার টেকদুনিয়ায় বেশ সুনাম রয়েছে৷ কিন্তু এই ঘটনা তাদের এতদিনের পরিশ্রমে অর্জন করা খ্যাতিতে প্রভাব ফেলবে৷ তাই তড়িঘড়ি সংস্থা লাভ ক্ষতির কথা না ভেবে ক্রেতাদের সুরক্ষা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে৷ প্রথমে ১০০ কোটি ডলার লোকসানের পরিমাণ ভাবা হলেও পরবর্তীকালে জানা যায়, এই পরিমাণ প্রায় ১৭০০ কোটি ডলার৷ সংস্থার জন্য এই মুহূর্তে এত টাকার লোকসান বেশ চিন্তার কারণ৷

কিন্তু স্যামসাং এখন Galaxy Note 8 উৎপাদনের প্রস্তুতিতেই মনোনিবেশ করেছে৷ লাভ ক্ষতির কথা না ভেবে Note 7-এর মত ভবিষ্যতে অন্য কোনও ফোনে যাতে এই সমস্যা না হয় তার দিকেই নজর দিচ্ছে কর্তৃপক্ষ৷ তারা জানিয়েছে, আগামী বছরেই লঞ্চ করবে স্যামসাং Galaxy Note 8৷ আপাতত এই ফোন নিয়ে আশাবাদী সংস্থা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement