shono
Advertisement

তিনটি রিয়ার ক্যামেরা নিয়ে হাজির Samsung Galaxy A7 (2018)

চলুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক এর ফিচারগুলির দিকে। The post তিনটি রিয়ার ক্যামেরা নিয়ে হাজির Samsung Galaxy A7 (2018) appeared first on Sangbad Pratidin.
Posted: 05:26 PM Sep 25, 2018Updated: 05:26 PM Sep 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনের দুনিয়ায় একের পর এক চমক দিয়ে চলেছে চিনা সংস্থাগুলি। আর এমন প্রতিযোগিতার বাজারে এবার তাক লাগাল স্যামসাং। প্রথমবার তিনটি রিয়ার ক্যামেরা যুক্ত মডেল নিয়ে হাজির কোরিয়ান কোম্পানি। মঙ্গলবার দিল্লিতে আত্মপ্রকাশ ঘটল স্যামসাং গ্যালাক্সি A7 (2018) মডেলটির।

Advertisement

[এবার ইনস্টাগ্রামেও শেয়ার করতে পারবেন অন্যের পোস্ট!]

গত বছর এ দেশের বাজারে এসেছিল Galaxy A7 (2017)। যা জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিল। সেই সাফল্যের ফলস্বরূপ আত্মপ্রকাশ ঘটল তারই আপগ্রেডেট ভার্সানের। গত সপ্তাহেই সামনে এসেছিল এই নয়া মডেলটির লুক। যার সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল এর ক্যামেরা। হ্যান্ডসেটটির ব্যাক সাইডে রয়েছে তিনটি ক্যামেরা লেন্স। একটি ৫ এমপি ডেপ্থ অফ ফিল্ড লেন্স, একটি ৮ এমপি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২৪ এমপি অটোফোকাস লেন্স। এছাড়াও স্মার্টফোনে রয়েছে বেশ কয়েকটি চমকপ্রদ ফিচার। চলুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

  • এতে রয়েছে এআর ইমোজি, ৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার আলমন্ড ইনফিনিটি ডিসপ্লে, ডলবি অ্যাটমস অডিও প্রযুক্তি এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
  • ফ্রন্টে রয়েছে ২৪ মেগাপিক্সল সেন্সর এবং সেলফি ফোকাস ও প্রো লাইটিং মোড।
  • ডুয়াল সিম (ন্যানো) যুক্ত মডেলটিতে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও ভার্সানটি আপডেটেড।
  • ৪ জিবি এবং ৬ জিবি ব়্যামের অপশন রয়েছে। সেই সঙ্গে থাকছে ৬৪ এবং ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি অপশন। তাছাড়া ৫১২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি মেমোরি ব্যবহার করা যাবে।
  • এর পাশাপাশি 4G VoLTE, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথের মতো বেসিক ফিচারগুলি তো আছেই।
  • ৩৩০০ এমএএইচ ব্যাটারি যুক্ত অত্যাধুনিক হ্যান্ডসেটটির পছন্দসই রংও পেয়ে যাবেন। নীল, কালো, সোনালি, এবং গোলাপি রঙের মডেলের মধ্যে যে কোনও একটি বেছে নিলেই হল।
  • [গুগলের নয়া ফিচার, দূর থেকেই লক করে দিন বাচ্চার স্মার্টফোন] 

এবার নিশ্চয়ই জানতে চাইবেন, পুজোর আগে এমন তাক লাগানো ফোনটি কিনতে গাঁটের কড়ি কত খরচ হবে? স্পেকিফিকেশনের উপর নির্ভর করবে স্মার্টফোনটির দাম। তবে ২৩ হাজার টাকার কাছে-পিঠেই এর দাম ঘোরাফেরা করবে বলে জানা গিয়েছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে অর্ডার দিয়ে বাড়ি বসেই পেয়ে যান নতুন হ্যান্ডসেটটি।

The post তিনটি রিয়ার ক্যামেরা নিয়ে হাজির Samsung Galaxy A7 (2018) appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement