shono
Advertisement

স্বপ্ন যখন সত্যি! টাইটানিকের মতো বাড়ি বানিয়ে তাক লাগালেন শিলিগুড়ির রাজমিস্ত্রি

কত খরচ হয়েছে এই বাড়ি তৈরি করতে?
Posted: 09:15 PM Apr 14, 2023Updated: 03:54 PM Apr 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্ন অনেকেই দেখেন। তবে তা বাস্তব করার তাগিদ সবার থাকে না। যাঁদের থাকে, তাঁরা বাস্তবকে কল্পনার থেকেও সুন্দর করে তুলতে পারেন। এমনই একজন শিলিগুড়ির মিন্টু রায়। কী করেছেন তিনি? নিজের পরিবারের জন্য টাইটানিকের আদলে আস্ত একটি বাড়ি তৈরি করে ফেলেছেন।

Advertisement

ছবি সৌজন্যে ইন্ডিয়া টুডে

১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ সিনেমা। গত ভ্যালেন্টাইন সপ্তাহে তা আবার তা 3D এফেক্টে দেখা গিয়েছে। মুগ্ধ হয়ে বিশাল জাহাজ ও রোজ-জ্যাকের প্রেমের কাহিনি দেখেছেন দর্শকরা। শিলিগুড়ির এই টাইটানিক বাড়িও স্থানীয় মানুষদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। অনেকেই বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন।

[আরও পড়ুন: ‘প্লিজ বাবা আবার জন্ম নিও না…’, কাতর অনুরোধ সতীশ কৌশিকের ১০ বছরের মেয়ের]

তিনতলার এই টাইটানিক বাড়ি প্রায় সাড়ে চারশো স্ক্যোয়্যার ফুট জায়গা জুড়ে তৈরি। তাতে যেন ছোট ছোট জানলা আছে, তেমনই রয়েছে চিমনি। বাড়ি তৈরি করতে নাকি মিন্টুর এখনও পর্যন্ত প্রায় সাড়ে ১৫ লক্ষ টাকা খরচ হয়েছে। এখনও বাড়ির কাঠের কাজ বাকি।

ছবি সৌজন্যে ইন্ডিয়া টুডে

একটা সময় মিন্টুর বউবাজারে অনেকটা সময় কেটেছে। কলকাতার দুর্গা পুজো তাঁর অত্যন্ত প্রিয়। দেখতেন কীভাবে পুজো শেষ হয়ে যাওয়ার পরও মানুষ থিমের প্যান্ডেল দেখতে ভিড় জমাচ্ছেন। সেই থেকেই টাইটানিক থিমে বাড়ি করার স্বপ্ন মিন্টুর।

স্বামীর এই স্বপ্নে সাহস জুগিয়েছেন ইতি রায়। প্রথমে ইঞ্জিনিয়ারদের কাছে সাহায্য চেয়েছিলেন মিন্টু। কিন্তু যা বাজেট দেওয়া হয়েছিল তা মিন্টুর সাধ্যের বাইরে। এরপর নেপাল চলে যান মিন্টু। সেখানে তিন বছর রাজমিস্ত্রির কাজ করেন। পরে শিলিগুড়িতে ফিরে আসেন, আর তৈরি করেন এই স্বপ্নের টাইটানিক বাড়ি।

ছবি সৌজন্যে ইন্ডিয়া টুডে

[আরও পড়ুন: ‘মোটাকে মোটা বোলো না!’ বডি শেমিংয়ের বিরুদ্ধে সরব আবির-ঋতাভরী, প্রকাশ্যে ‘ফাটাফাটি’ ট্রেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement