shono
Advertisement

আর সাত মাস পরেই আপনার ফোন থেকে মুছে যাবে না তো হোয়াটসঅ্যাপ?

কোন কোন ফোন রয়েছে বিপদসীমার বাইরে? The post আর সাত মাস পরেই আপনার ফোন থেকে মুছে যাবে না তো হোয়াটসঅ্যাপ? appeared first on Sangbad Pratidin.
Posted: 04:37 PM Dec 03, 2016Updated: 11:07 AM Dec 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের নভেম্বর মাসের গোড়ার দিকে জানিয়ে দিয়েছিল হোয়াটসঅ্যাপ- বেশ কিছু স্মার্টফোনে ৩১ ডিসেম্বরের পরে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ পরিষেবা। কেন না, সেই সব ফোনের অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপের নতুন আপডেট কাজ করবে না। সেই জন্যই কোনও কোনও ফোনে নতুন সব আপডেট ছাড়াই চলবে এই মেসেজিং অ্যাপ, কোথাও বা কাজ করবে না আদপেই!
তাহলে ঠিক ঠিক কোন কোন ফোনের ক্ষেত্রে আর হোয়াটসঅ্যাপ কাজ না করার ভয় রয়েছে?
বিজ্ঞপ্তিতে তারও একটা ফর্দ তৈরি করে দিয়েছিল সংস্থা। জানিয়েছিল, ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি ১০, নোকিয়া এস৪০, নোকিয়া সিমবিয়ান এস৬০, অ্যান্ড্রয়েড ২.১ এবং ২.২, উইন্ডোজ ফোন ৭.১ আর আইফোন থ্রিজিএস/আইওএস ৬- এই সব অপারেটিং সিস্টেমে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপের নয়া আপডেট।
তবে সম্প্রতি কড়াকড়ি কিছুটা হলেও শিথিল হল। সংস্থা জানাল, যে সব ফোনের হোয়াটসঅ্যাপ পরিষেবা তারা বন্ধ করার কথা জানিয়েছিল, তার মধ্যে কিছু কিছু ফোন ছাড় পাচ্ছে ২০১৭-র জুন মাস পর্যন্ত। ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি ১০, নোকিয়া এস৪০, নোকিয়া সিমবিয়ান এস৬০- এই কয়েকটা ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে আরও ৭ মাস, অর্থাৎ ২০১৭-র জুন পর্যন্ত। অন্য দিকে জানুয়ারির শুরু থেকেই অ্যান্ড্রয়েড ২.১ এবং ২.২, উইন্ডোজ ফোন ৭.১ আর আইফোন থ্রিজিএস/আইওএস ৬- এই সব অপারেটিং সিস্টেমে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপের নয়া আপডেট।

Advertisement

The post আর সাত মাস পরেই আপনার ফোন থেকে মুছে যাবে না তো হোয়াটসঅ্যাপ? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement