সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটু আগেই চোখের সামনে খেলছিল। হঠাৎ নেই। সারাবাড়ি তন্নতন্ন করে খুঁজলেন, কিন্তু নাহ! কোথ্থাও সে নেই। প্রিয় পোষ্য কোথায়? এই চিন্তায় নাজেহাল দশা। জানেন কি আপনার পোষ্যকে ঘরে ফেরাতে পারে Swiggy?
ভাবছেন তো ব্যাপারটা কী? ফুড ডেলিভারি অ্যাপ Swiggy কীভাবে খুঁজে দেবে পোষ্যকে? এই অ্যাপের একটি ফিচার হল 'Swiggy Pawlice'। ধরুন আপনার পোষ্য হারিয়ে গিয়েছে। আশেপাশে, যেখানে যেখানে খোঁজা সম্ভব খুঁজেছেন। কিন্তু পাননি। এবার আপনি দ্বারস্থ হতেই পারেন সুইগির। অ্যাপে ঢুকে আপনি জানাতে পারবেন আপনার সমস্যার কথা। সেখানে দিতে হবে পোষ্যের যাবতীয় তথ্য। তবে এমনটা নয় যে, সুইগির ডেলিভারি পার্টনাররা আপনার পোষ্যকে সঙ্গে নিয়ে হাজির হবে আপনার ঘরে।
তাহলে কী হবে? দেশজুড়ে সুইগির সাড়ে ৩ লক্ষ ডেলিভারি পার্টনার রয়েছে। তাঁরা কাজের মাঝেই নজর রাখবে আশপাশে। ধরুন, চোখে পড়ে গেল আপনার হারানো পোষ্য। সঙ্গে সঙ্গে ডেলিভারি পার্টনার সুইগির নির্দিষ্ট টিমকে বিষয়টা জানাবেন। ঠিক কোথায় পোষ্যটিকে দেখা গিয়েছে, তার বিস্তারিত তথ্য দেবেন টিমকে। এবার পেট পেরেন্টদের বিষয়টা জানানো হবে সুইগির তরফে। তাঁরা সশরীরে যাবেন লোকেশনে। নিজের হাতে ঘরে ফিরিয়ে আনতে পারবেন আপনার চারপেয়ে সন্তানকে।
