সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দালান, উঠোন, পুকুরে ঘেরা বড় বাড়ি এখন প্রায় দেখাই যায় না। হয় এক বা দু’কামরার ফ্ল্যাট নয়তো ছোট বাড়ি। বাড়ির তাই প্রতিটি কোণ ব্যবহার করতে চান গৃহস্থরা। কিন্তু যেখানে যা ইচ্ছা হল কিংবা জায়গা পেলেন আর রেখে দিলেন তা করলে চলবে না। কারণ, বাস্তুশাস্ত্র অনুযায়ী সিঁড়ির নিচে আপনি কী রাখছেন বা রাখছেন না তার উপরে নির্ভর করে সংসারের শ্রীবৃদ্ধি। তাই সুখ সমৃদ্ধি চাইলে জেনে নিন সিঁড়ির নিচে কী রাখবেন আর কোন জিনিসটি ভুলেও রাখবেন না। আপনার জন্য রইল টিপস।
অনেক বাড়িতেই সিঁড়ির নিচের জায়গাটিকে রান্নাঘর হিসাবে কাজে লাগানো হয়। আপনার বাড়িও কি এভাবেই সাজানো? কিন্তু সুখসমৃদ্ধি চাইলে সিঁড়ির নিচে ভুলেও রান্নাবান্নার বন্দোবস্ত করবেন না। এই জায়গায় রান্নাঘর থাকলে নেগেটিভ এনার্জির সঞ্চার হতে পারে।
সিঁড়ির নিচে ঠাকুর ঘর রয়েছে? সুখ সমৃদ্ধি চাইলে আজই ঠাকুর ঘরের অবস্থান বদলান। নইলে আপনার বিপদ আসন্ন।
[আরও পড়ুন: মাত্র ২০ মিনিটে নিজেই পরিষ্কার করুন কিচেন চিমনি, রইল টিপস]
সিঁড়ির নিচে চেয়ার রেখে বসার ব্যবস্থা ভুলেও করবেন না। তাতে আপনি এবং আপনার অতিথি দু’জনেরই ক্ষতি হতে পারে।
সিঁড়ির নিচে অনেকেই ছোট বিছানা পেতে শোওয়ার বন্দোবস্ত করেন। কিন্তু এখানে দীর্ঘদিন ঘুমোলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই ভুল করেও এভাবে ঘুমোবেন না।
নিজের উন্নতি চাইলে সিঁড়ির নিচে বাথরুম ভুলেও রাখবেন না।
[আরও পড়ুন: জায়গা বাঁচিয়ে এবার সাজিয়ে তুলুন ঘর, কিনুন এইসব আসবাব]
সিঁড়ির নিচে জল কিংবা ইলেকট্রনিক্স জিনিসপত্র ভুলেও রাখবেন না। তাতে আপনার ক্ষতি হতে পারে।
কী কী রাখবেন না তা তো শুনলেন। এবার নিশ্চয়ই সিঁড়ির নীচে কী রাখা যায়, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন।
সিঁড়ির নিচে জুতো রাখতে পারেন। তবে খেয়াল রাখুন তা অগোছালোভাবে যেন না থাকে।
সিঁড়ির নিচে ঝাড়ু রাখলে আপনার পারিবারিক স্বাস্থ্য ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার জীবনে গতি ফিরিয়ে আনতে চাইলে সিঁড়ির নীচে গাড়ি, সাইকেল রাখতে পারেন।
বাস্তুশাস্ত্র মেনে চলুন। আপনার সুখী গৃহকোণ ভরে উঠুক সুখ-শান্তিতে। জীবন হয়ে উঠুক সমৃদ্ধ।
The post সংসারে শ্রীবৃদ্ধি চান? সিঁড়ির নিচে এই জিনিসগুলি ভুলেও রাখবেন না appeared first on Sangbad Pratidin.