সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বায়ার্ন মিউনিখের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে পিএসজি (PSG)। লিওনেল মেসিকে (Lionel Messi) নিষ্প্রভ দেখিয়েছে সেই ম্যাচে। প্যারিস সাঁ জাঁ ছিটকে যাওয়ার পরে প্রবল ভাবে সমালোচিত হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। প্যারিস সাঁ জাঁ-র প্রাক্তন ফুটবলার জেরম রথেন (Jerome Rothen) মেসির সমালোচনা করে বলেছেন, আসল সময়ে মেসির সাহায্য পাওয়া যায় না। মেসি কোথায় যেন হারিয়ে যায়।
রথেনের তীব্র সমালোচনায় ক্ষতবিক্ষত মেসি। রথেন বলছেন, ”মেসি, আমরা এটা চাই না। এই ক্লাবের সঙ্গে জড়াতে চায় না মেসি। ও বলেছে এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। কিন্তু এটা কি তার নমুনা? অঁজার্স এবং ক্লেরমন্টের বিরুদ্ধে এই বছরে ১৮টি গোল এবং ১৬টি অ্যাসিস্ট করেছো। কিন্তু যখন দরকার, সেই সব ম্যাচে তোমাকে খুঁজে পাওয়া যায় না মেসি।”
[আরও পড়ুন: ‘আমাদের সততা নিয়ে প্রশ্ন করবেন না’, অজি মিডিয়া ও প্রাক্তন ক্রিকেটারদের কটাক্ষ গাভাসকরের]
কাতার বিশ্বকাপের প্রসঙ্গ উত্থাপ্পন করেছেন প্যারিস সাঁ জাঁ-র প্রাক্তন ফুটবলার রথেন। তিনি বলছেন, ”বিশ্বকাপে মেসির খেলা আমরা সবাই দেখেছি। প্রতিটি মুভমেন্ট কাটাছেঁড়া করেছি। দেখেছি দলের সঙ্গে ও কীভাবে জড়িয়ে পড়েছে। জাতীয় দলের হয়ে খেলা এক জিনিস, সেটা আমি জানি। কিন্তু ক্লাবকেও একটু সম্মান কর। তোমার স্ট্যাটাস, বেতন সবই মেটায় ক্লাব। পিএসজি তোমার পায়ে সব সমর্পণ করেছে। কারণ পিএসজি ধরেই নিয়েছিল, মেসিই চ্যাম্পিয়ন্স লিগ এনে দেবে।” বিরাট ধাক্কা খায় প্যারিসের ক্লাবটি।
২০২২-২৩ মরশুমে মেসির ক্রমাগত সমালোচনা করে চলেছেন রথেন। তিনি আরও বলেন, ”যখন আমি মেসির সমালোচনা করেছিলাম, সোশ্যাল মিডিয়ায় আমাকে আক্রমণ করা হয়েছিল। এমনকী আর্জেন্টিনাতেও আমার সমালোচনা হয়। এই ম্যাচের পরে আমি অপেক্ষায় রয়েছি। আমাকে বোঝাতে হবে মেসি কেন ভাল। এরপরেও যদি শুনি মেসির চুক্তি বাড়ানো হচ্ছে, তাহলে আমি আর প্রাক দেস প্রিন্সেসে যাব না।”