সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের এই মেগা ম্যাচের আগে দুশ্চিন্তার খবর আর্জেন্টিনা শিবিরে। কী সেই খবর? এই ম্যাচে খেলতে পারবেন না লিওনেল মেসি। শুধু তাই নয়, এর আগে ২২ মার্চ উরুগুয়ে ম্যাচেও নেই এলএম১০।

ঘটনাচক্রে কদিন আগে চোটের কারণে ব্রাজিল দল থেকে ছিটকে গিয়েছেন নেইমার জুনিয়র। এবার সেই তালিকায় মেসির না থাকার খবর। তাই ফুটবলপ্রেমীরা বহু প্রতীক্ষিত মেসি-নেইমার দ্বৈরথ মিস করতে চলেছেন। ভক্তরা যে এতে রীতিমতো হতাশ হবেন, তা বলার অপেক্ষা রাখে না। যদিও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে এখনও পর্যন্ত মেসির ছিটকে যাওয়ার কোনও কারণ আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
অন্যদিকে, আর্জেন্তিনীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবার মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ ছিল ইন্টার মায়ামির। সেই ম্যাচে ২-১ গোলে ইন্টার মায়ামি জিতলেও মেসি বাঁ পায়ের পেশিতে ব্যথা অনুভব করেন। যদিও পুরো ৯০ মিনিট খেলেন মেসি। একটি গোলও করেন।
ইন্টার মায়ামির কোচ জাভিয়ের মাসচেরানো বলেছেন, ''আমরা মেসিকে অতিরিক্ত চাপ থেকে দূরে রাখার চেষ্টা করছি। যাতে ওর সমস্যা আরও না বাড়ে, সেই দিকেই নজর।'' মাসচেরানো জানিয়েছেন, মেসির চোট নিয়ে আর্জেন্টিনার মেডিক্যাল টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ইন্টার মায়ামি।
মেসি ছাড়াও আরও কিছু খেলোয়াড় চোটের কারণে দলে নেই। পাওলো দিবালা, গঞ্জালো মন্টিয়েল এবং জিওভানি লো সেলসোও দুটি ম্যাচে ছিটকে গিয়েছেন। উল্লেখ্য, ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের মগডালে আর্জেন্টিনা। উরুগুয়ে ও ব্রাজিল রয়েছে দ্বিতীয় এবং পঞ্চম স্থানে।