সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সল্টলেকে রয়েছে বিপুল টাকার ফ্ল্যাট। সংগ্রহে লক্ষ লক্ষ টাকার আইনের বই। গাড়ি থেকে জমিজমা রয়েছে সব কিছুই। লোকসভা ভোটে মনোনয়ন জমা দিয়ে সম্পত্তির খতিয়ানও দিয়েছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।
WBCS অফিসার হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাজ করেছেন বহুদিন। তার পর ছিলেন আইনজীবী। ২০১৮ সালে কলকাতা হাই কোর্টের বিচারপতি হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি হিসাবে প্রায় বছর ছয়েক কাজ করেন। ইস্তফা দিয়ে রাজনৈতিক ইনিংস শুরু করেন। যোগ দেন গেরুয়া শিবিরে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জমা দেওয়া নথি অনুযায়ী, গত অর্থবর্ষে আয় ৫৯ লক্ষ ৩৬ হাজার ৫০০ টাকা। যা গত কয়েক বছরের তুলনায় অনেকটাই বেশি। মনোনয়ন জমার সময় তাঁর হাতে ছিল নগদ ১২ হাজার টাকা। একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁর। জীবনবিমা থেকে শেয়ার বাজার বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগও রয়েছে বিজেপি প্রার্থীর। সবমিলিয়ে পরিমাণ ২ কোটি ৮৮ লক্ষ ৬৩ হাজার ৫৬৮ টাকা।
[আরও পড়ুন: আচমকা ‘বেঁচে’ উঠল মৃত কিশোর! কাটোয়া হাসপাতালে ধুন্ধুমার]
একটিমাত্র গাড়ি রয়েছে তাঁর। যার বাজারদর ৫ লক্ষ ৮২ হাজার ৫৮৪ টাকা। দামি পাথর দেওয়া ৭৫ হাজার টাকার দুটি আংটি রয়েছে অভিজিৎবাবুর। ১২ লক্ষ টাকার আইনের বইয়ের মালিক তিনি। চৌরঙ্গীর আদি বাসিন্দা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সল্টলেক সেক্টর ৩-এ একটি ফ্ল্যাট রয়েছে। যার দাম ৮০ লক্ষ টাকা। ব্যাঙ্ক লোন নিয়ে এই ফ্ল্যাটটি কিনেছিলেন। বর্তমানে ৫০ লক্ষ ৭৭ হাজার ৬৫৪ টাকার গৃহঋণ রয়েছে তাঁর। এছাড়া হাওড়ার ডোমজুড় এবং মাকড়দহে চাষযোগ্য জমি রয়েছে। সবমিলিয়ে ১ কোটি ৫৫ লক্ষ ৩৪ হাজার ৪৭২ টাকার স্থাবর সম্পত্তির মালিক তিনি। এই প্রথমবার ভোটের ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য এবং সিপিএমের সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো দুই তরুণ নেতাকে হারিয়ে জয়ের হাসি হাসতে পারেন কিনা, সেটাই এখন দেখার।