shono
Advertisement

Breaking News

Lok Sabha Vote 2024

ষষ্ঠ দফাতেও দেশে নিম্নমুখী ভোটের হার! এবারও ভোটদানে এগিয়ে বাংলা

Published By: Kishore GhoshPosted: 09:20 PM May 25, 2024Updated: 09:46 PM May 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত পাঁচ দফার মতো ষষ্ঠ দফাতেও বদলালো না ট্রেন্ড। এবারেও ২০১৯ লোকসভা নির্বাচনের (Lok Sabha Poll 2024) তুলনায় কম ভোট পড়ল। গতবার যেখানে ভোট পড়েছিল ৬৪.২২ শতাংশ, সেখানে এবার বিকেল পাঁচটা পর্যন্ত ৫৭.৭০ শতাংশ ভোট পড়েছে। পরিস্থিতি যা, তাতে চূড়ান্ত হিসেবেও পরিসংখ্যান গতবারের তুলনায় বাড়বে না, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮টি আসনে ভোট হল শনিবার। এর মধ্যে বাংলার আটটি আসনে ভোটগ্রহণ হয়েছে। ভাগ্য পরীক্ষা হল ৮৮৯ জন প্রার্থীর। ভোটারের সংখ্যা ছিল ১১ লক্ষ। গত ৩৫ বছরের নির্বাচনী ইতিহাসে প্রথমবার কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরিতে রেকর্ড ৫১.৩৫ শতাংশ ভোট পড়েছে এবার। অন্যদিকে এগিয়ে বাংলা। ভোটদানের হারে গোটা দেশের মধ্যে সর্বোচ্চ ৭৭.৯৯ শতাংশ ভোট পড়েছে এরাজ্যে। বিহারে ভোট পড়েছে ৫৪.১৭ শতাংশ, উত্তরপ্রদেশে ৫৪.০৩ শতাংশ। রাজধানী দিল্লিতে ভোটদানের হার ছিল ৫৫.৫৮ শতাংশ।

 

[আরও পড়ুন: যোগীরাজ্যে একাকী লড়াই মমতার ‘সৈনিকে’র, অখিলেশের সমর্থনে জয়ের স্বপ্ন ললিতেশপতির]

ষষ্ঠদফা ভোট শেষে ৫৪৩ আসনের মধ্যে ৪৮৬ আসনের ভোটপর্ব সম্পূর্ণ হল শনিবার। বিকেল ৫টা অবধি ভোট পড়ল ৫৭.৭০ শতাংশ। বাকি ৫১ আসনে নির্বাচন হবে সপ্তম এবং শেষ দফায় আগামী ১ জুন। ৪ জুন ভোটগণনা। ওই দিনই জানা যাবে রাজধানী এক্সপ্রেসে হল সওয়ার হল কোন দল।

 

[আরও পড়ুন: বিধ্বংসী অগ্নিকাণ্ড গুজরাটের রাজকোটে, গেমিং জোনে জীবন্ত দগ্ধ অন্তত ৭]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজধানী দিল্লিতে ভোটদানের হার ছিল ৫৫.৫৮ শতাংশ।
  • ষষ্ঠদফা ভোট শেষে ৫৪৩ আসনের মধ্যে ৪৮৬ আসনের ভোটপর্ব সম্পূর্ণ হল শনিবার।
Advertisement