shono
Advertisement

দীর্ঘদিন শরীরে কোভিডের লক্ষ্মণ থাকলে হতে পারে ‘ফেস ব্লাইন্ডনেস’রোগ, নয়া গবেষণায় উদ্বেগ

এদিকে কোভিড আক্রান্ত হয়েছেন অভিনেত্রী কিরণ খের।
Posted: 03:54 PM Mar 21, 2023Updated: 03:54 PM Mar 21, 2023

ক্ষীরোদ ভট্টাচার্য: অ্যাডিনো, ইনফ্লুয়েঞ্জার দাপটের মাঝে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় মারণ এই ভাইরাসে সংক্রমিতের সংখ্যা কমলেও চিন্তা দূর হচ্ছে না। কোভিড আক্রান্ত হয়েছেন অভিনেত্রী কিরণ খেরও (Kirron Kher)। টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন ৭০ বছরের অভিনেত্রী। এরই পাশাপাশি নয়া গবেষণায় মাথাচাড়া দিচ্ছে আরেক দুশ্চিন্তা। দীর্ঘদিন কোভিড-১৯-এর লক্ষ্মণ শরীরে থাকলে ‘ফেস ব্লাইন্ডনেস’ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

Advertisement

[আরও পড়ুন: বগটুই কাণ্ডের বর্ষপূর্তিতে রাজনীতির রং, স্বজনহারাদের দলে টানতে মরিয়া TMC-BJP!]

কী এই রোগ? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই রোগে কাউকে চিনতে সমস্যা হয়। এর আগে এক গবেষণা জানিয়েছিল এই ভাইরাস (Corona Virus) স্নায়বিক সমস্যা তৈরি করে। যে কারণে ঘ্রাণ শক্তি চলে যায়। স্বাদ পাওয়া যায় না। আর নয়া গবেষণায় বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে শরীরে যদি করোনার লক্ষ্মণ থেকে যায়, যেমন জ্বর, সর্দি-কাশি, স্বাদ-গন্ধ চলে যাওয়া ইত্যাদি, তাহলে প্রোসোপাগনোসিয়া বা ফেস ব্লাইন্ডনেস রোগ হতে পারে। যা স্বাভাবিক ভাবেই চিন্তার বিষয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯৯ জন। প্রাণ হারিয়েছেন দু’জন। বাড়তে থাকা সংক্রমণের জন্য ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক করেছে কেন্দ্র। সেই সঙ্গে মানুষের শরীরে করোনার অ্যান্টিবডির পরিমাণ মাপার প্রক্রিয়াও শুরু করছে আইসিএমআর। দেশের মোট ছ’টি হাসপাতালে এই পরীক্ষা হবে। তালিকায় রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ এবং এসএসকেএম। ফ্রন্টলাইন ওয়ার্কারদের ভ্যাকসিন নেওয়ার পরও শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি কতদিন কাজ করবে, তারই পরীক্ষা হবে। আগামী দু’বছর ধরে এই পরীক্ষা চলবে বলে জানানো হয়েছে।

[আরও পড়ুন: ‘আদানিকে গ্রেপ্তার করা হোক’, দাবি তুলে দিল্লিতে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে TMC]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার