shono
Advertisement

Breaking News

লিঙ্গ রূপান্তরের অস্ত্রোপচারে পুরুষ হয়েছিলেন, এবার ছেলের বাবা হলেন মহারাষ্ট্রের কনস্টেবল!

অস্ত্রোপচারের পর ২০২০ সালে বিয়ে করেন ললিত।
Posted: 09:01 PM Jan 20, 2024Updated: 09:02 PM Jan 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেও দু-দুবার সংবাদ শিরোনামে এসেছিলেন মহারাষ্ট্র পুলিশের (Maharashtra Police) এই কনস্টেবল। প্রথমবার অস্ত্রোপচার করে ললিতা থেকে ললিতকুমার সালভে, অর্থাৎ পুরুষ হন তিনি। এর পর ২০২০ সালে এক মহিলাকে বিয়ে করে খবরে আসেন। পরবর্তী ইচ্ছেও পূর্ণ হল এবার। গত ১৫ জানুয়ারি বাবা হয়েছেন ললিত।

Advertisement

১৯৮৮ সালে জন্ম ললিতা সালভের। ২০১০ সালে মহারাষ্ট্র পুলিশের চাকরিতে যোগ দেন তিনি। ২০১৮ সালে মহারাষ্ট্র সরকারের অনুমতি নিয়ে লিঙ্গ রূপান্তরের অস্ত্রোপচার করেন। একটি নয়, ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে তিনটি জটিল অস্ত্রোপচার করিয়ে ললিতা থেকে ললিত হন। ওই ২০২০ সালেই ছত্রপতি সম্ভাজিনগরের এক মহিলাকে বিয়ে করেন। নতুন জীবনের স্বাভাবিক শর্ত হিসেবেই এসেছিল সন্তানের প্রসঙ্গ। গত ১৫ জানুয়ারি সেই ইচ্ছেও পূরণ হয়েছে ‘অন্য’ দম্পতির। পুত্রসন্তান হয়েছে তাঁদের। ললিত ছেলের নাম রেখেছেন আরুষ।

 

[আরও পড়ুন: ‘তুমি বড্ড বেশি কথা বলছ’, দল নিয়ে প্রকাশ্যে মুখ খোলায় হুমায়ুন কবীরকে ধমক মমতার]

বাবা হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের ললিত বলেন, “আমার স্ত্রী সীমা সন্তান চেয়েছিলেন। আমি খুশি যে বাবা হয়েছি। আমার পরিবার উচ্ছ্বসিত।” মহারাষ্ট্রের ললিত যেমন একদিকে কঠিন ব্যক্তিগত লড়াইয়ে জয় পেলেন, তেমনই হয়তো বা ভারতীয় সমাজকেও এগিয়ে দিলেন দুই কদম।

 

[আরও পড়ুন: শর্তসাপেক্ষে রামপুজোর অনুমতি, বঙ্গ বিজেপিকে মিছিলের রুট বেঁধে দিল হাই কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement