সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : তেমনটাই কথা ছিল। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সুপ্রিমো রাজ ঠাকরেকে কথা দিয়েছিলেন খোদ শাহরুখ খান। তাঁর আগামী ছবি ‘রইস’-এর প্রচারে থাকবেন না পাক অভিনেত্রী মাহিরা। হচ্ছেও তেমনটাই। কিন্তু এ সিদ্ধান্ত যে যথেষ্ট কষ্টদায়ক, বললেন মাহিরা। “কষ্ট করে যখন কোনও কাজ করা হয়, তার ফলাফলও দেখতে চাই আমরা। বলিউডে আমার প্রথম ছবি রইস। তার প্রচারে থাকতে না পারাটা আমার জন্য অত্যন্ত কষ্টদায়ক।” সম্প্রতি পাকিস্তানের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন এই পাক অভিনেত্রী।
উরিতে জঙ্গি হামলার পর দেশজুড়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে। শামিল হয় বলিউডও। ভারতীয় ছবিতে পাক তারকাদের অভিনয় নিয়েও জারি হয় নিষেধাজ্ঞা। এ নিয়ে চাপে পড়তে হয় পরিচালক করণ জোহরকে। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ থেকে বাদ দিতে হয় পাক অভিনেতা ফওয়াদ খান অভিনীত বেশ কয়েকটি দৃশ্য। বহু বিতর্ক কাটিয়ে অবশেষে মুক্তি পায় সে ছবি। ‘রইস’ নিয়ে প্রথম থেকেই কট্টরপন্থা অবলম্বন করে রাজ ঠাকরের দল। পরিস্থিতি সামাল দিতে ছুটতে হয় কিং খানকে। তখনই রাজ ঠাকরের বাড়িতে গিয়ে কথা দিয়ে এসেছিলেন শাহরুখ। ভারতে ‘রইস’-এর প্রচারে দেখা যাবে না মাহিরাকে।
কিন্তু বলিউডে মাহিরার প্রথম ছবি ‘রইস’। অথচ তার প্রচারেই থাকতে পারছেন না তিনি। তাই কিছুটা খারাপ লাগা তো রয়েছেই। তবে বলিউড বাদশার সঙ্গে কাজ করতে পেরে দারুণ খুশি মাহিরা। একই এক্সাইটমেন্ট ‘রইস’-এর পরিচালক রাহুল ঢোলাকিয়ার সঙ্গে কাজ করতে পেরেও। “যখনই কোনও কাজ করি একইরকম মনোযোগ থাকে। তবে রইস আমার কাছে অত্যন্ত স্পেশাল”, জানান মাহিরা।
The post অংশ নিতে পারছেন না রইসের প্রোমোশনে, ‘ফিলস ব্যাড’ মাহিরা appeared first on Sangbad Pratidin.