রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিধানসভায় ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বৈঠকে বসতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ১৫ ফেব্রুয়ারি, বুধবার মুখ্যমন্ত্রীর ঘরে তথ্য কমিশনার নিয়োগের বৈঠক। তাতেই অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছেন শুভেন্দুকে।
চলতি বছর ১৫ জন তথ্য কমিশনার পদে আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে কেউ প্রাক্তন আমলা। তো কেউ পুলিশকর্তা। পনেরোজনের মধ্যে চারজন অবশ্য বয়সজনিত কারণে বাদ চলে গিয়েছেন। বাকি ১১ জনের মধ্যে থেকে একজনকে তথ্য কমিশনার হিসাবে বাছাই করার কথা।
[আরও পড়ুন: ধরমশালা নয়, এই মাঠেই হবে তৃতীয় টেস্ট, নাম ঘোষণা করল BCCI]
কাকে তথ্য কমিশনার হিসাবে চূড়ান্ত করা হবে, তা নিয়ে আগামী বুধবার দুপুর ১টায় বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বৈঠক হওয়ার কথা। প্রোটোকল মেনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া ওই বৈঠকে থাকবেন পরিষদীয় মন্ত্রী। বৈঠক শেষে দুপুর ২টোয় বিধানসভায় বাজেট পেশ।
উল্লেখ্য, গত বছরের তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল শুভেন্দু অধিকারীকে। যদিও সেবার বৈঠকে অংশ নেননি তিনি। তবে গত বছরের ২৫ নভেম্বর মুখ্যমন্ত্রীর ঘরে সৌজন্য সাক্ষাৎ করেন শুভেন্দু। আগামী বুধবার তথ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত বৈঠকে শুভেন্দু যোগ দেবেন কিনা, সেটাই এখন দেখার।