shono
Advertisement

ব্রিগেড সমাবেশে সনিয়াকে আমন্ত্রণ মমতার, ফেডারেল ফ্রন্ট দিয়েই দিল্লি দখলের ঘোষণা

সনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানিয়ে বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা মমতার৷ The post ব্রিগেড সমাবেশে সনিয়াকে আমন্ত্রণ মমতার, ফেডারেল ফ্রন্ট দিয়েই দিল্লি দখলের ঘোষণা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:59 PM Jul 21, 2018Updated: 05:29 PM Jul 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিওরে নির্বাচন৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল৷ লক্ষ্য, রাজধানীর ক্ষমতা৷ দেশ শাসনের অঙ্গীকার৷ আর সেই লক্ষ্যেই ২১ জুলাইয়ের শহিদ স্মরণের মঞ্চ থেকে বিজেপি বিরোধী রণকৌশল স্থির করলেন তৃণমূল নেত্রী৷ বিজেপি বিরোধী রণকৌশল চূড়ান্ত করতে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কংগ্রেসকে সঙ্গে নিয়ে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷ তৃণমূলের আগামী ব্রিগেডের সভায় ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানিয়ে বিজেপি বিরোধী শিবিরের শক্তি ঐক্যবদ্ধ করার মরিয়া চেষ্টা চালালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

আজ, ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে ব্রিগেডের ডাক দেন তৃণমূল নেত্রী৷ আগামী ২০১৯-এর ১৯ জানুয়ারি ব্রিগেডে বিজেপিকে দেশ থেকে উৎখাত করার লক্ষ্যে সভার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই সভায় হাজির থাকতে বিজেপি বিরোধী দলগুলিকে আর্জি জানাবেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী নিজে৷ বিজেপি বিরোধী ফ্রেডারেল ফ্রন্ট গঠনের বিষয়টি উসকে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীকে ব্রিগেডের সভায় আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানা গিয়েছে৷ ইতিমধ্যেই বিজেপি বিরোধী শক্তিগুলিকে একছাতার নিচে আনতে তৎপরতা শুরু করে দিয়েছে তৃণমূল৷ আর এই কাজে গতি আনতে ২০১৯-র লক্ষ্যে ১৯ জানুয়ারি ব্রিগেডে কংগ্রেসের পাশাপাশি অন্যদল গুলিকে আমন্ত্রণ জানানো হবে বলে তৃণমূল সূত্রে খবর৷ তবে, তৃণমূলের ব্রিগেডের সভায় কংগ্রেসের কোনও প্রতিনিধি যোগদান করবে কিনা, তা এখনও জানা সম্ভব হয়নি৷

তৃণমূলের প্রস্তাবে কি আদৌ মানবে কংগ্রেস? রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, ২০১৯-এর নির্বাচনকে মাথায় রেখে তৃণমূলের সঙ্গে যতই সখ্যতা বাড়বে কংগ্রেসের, ঠিক ততটাই বিপদ বাড়বে প্রদেশ কংগ্রেসের অন্দরে৷ লোকসভা নির্বাচনে সরাসরি তৃণমূলের সঙ্গে হাত মেলালে প্রদেশ নেতৃত্বের আপত্তির কথা আগেই জেনে নিয়েছে হাইকমান্ড৷ ফলে, রাজ্যের প্রদেশ কংগ্রেসের অস্তিত্ব বাঁচানো ও ২০১৯ সালে মোদির পরাজয় ঘটানোই এখন বড় চ্যালেজ্ঞ হাইকমান্ডের৷

শনিবার ২১ জুলাইয়ের সভা থেকে দিল্লি দখলের ডাক দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই উদ্দেশ্যেই বাংলা থেকে ৪২ আসনের বিয়াল্লিশটিই দখল অঙ্গীকারও করলেন বাংলার অগ্নিকন্যা৷ বক্তব্যের শুরু থেকেই একের পর এক ইস্যুতে বিজেপির বিরুদ্ধ সুর চড়ান তৃণমূলনেত্রী। সেই সঙ্গে জানিয়ে দিলেন ১৯ জানুয়ারি ব্রিগেডের জনসভা থেকে ১৯’এর ভোটে দিল্লি দখল করবে তৃণমূল কংগ্রেস। মমতার দাবি, আগামী ২১ জুলাই ভারত জয় করার ২১ হবে৷

২১-এর জনসভায় বক্তব্যের শুরুতেই তৃণমূল নেত্রী অঙ্গীকার করলেন, “আমাদের ২১-এর অঙ্গীকার, ২০১৯-এর ৪২ আসনের ৪২ আসন দখল করা।” আপাতত রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৩৪টি আসন রয়েছে তৃণমূলের দখলে। চারজন সাংসদ রয়েছে কংগ্রেসের, ২ জন করে সাংসদ রয়েছে সিপিএম এবং বিজেপির। কিন্তু লোকসভা ভোটের পর থেকে যেভাবে বিরোধী শিবিরে ভাঙন ধরা শুরু হয়েছে তাতে তৃণমূল নেত্রীর আশাবাদী হওয়াটাই স্বাভাবিক বলে মত রাজনৈতিক মহলের৷

The post ব্রিগেড সমাবেশে সনিয়াকে আমন্ত্রণ মমতার, ফেডারেল ফ্রন্ট দিয়েই দিল্লি দখলের ঘোষণা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement