shono
Advertisement

দলবদলের জল্পনার মাঝেই অর্জুনকে নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী বললেন?

তৃণমূল ছাড়লেও কোন দলে যোগ দেবেন তা এখনও স্পষ্ট করেননি অর্জুন সিং।
Posted: 01:57 PM Mar 13, 2024Updated: 02:39 PM Mar 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে চর্চায় অর্জুন সিং। টিকিট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছেড়েছেন তিনি। তবে যোগ দেননি কোনওদলে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, তৃণমূলের ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষা করছিলেন তিনি। কেউ বলছেন অর্জুনের পদ্মে ফেরা সময়ের অপেক্ষা মাত্র। এই পরিস্থিতিতে অর্জুনকে নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বললেন, “ও এখনও বিজেপি টিকিটে জেতা সাংসদ। ও কী করবে না করবে সেটা ওর বিষয়।”

Advertisement

তৃণমূল থেকে বিজেপি, ফের পদ্মশিবির ছেড়ে বছর দেড়েক আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। আশা করেছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে বারাকপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হতেই দেখা গেল বারাকপুর থেকে লড়বেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। যা একেবারেই ভালোভাবে নেননি অর্জুন। প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে দলও ছাড়েন। শোনা গিয়েছে, তৃণমূলের তরফে বরানগর বিধানসভা আসনটি অর্জুন সিংকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি এই প্রস্তাবে রাজি নন।

[আরও পড়ুন: ‘ভাই বলে পরিচয় দেবেন না, বাবুনের সঙ্গে সম্পর্ক শেষ’, বিস্ফোরক মমতা]

অর্জুন ইতিমধ্যেই হুঙ্কার ছেড়েছেন যে তিনি পার্থ ভৌমিকের বিরুদ্ধেই লড়বেন। কিন্তু বিজেপিতে যাবেন নাকি অন্য দলে, নাকি নির্দল হয়ে দাঁড়াবেন কিছুই খোলসা করেননি। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ থেকে অর্জুনকে নিয়ে মুখ খুললেন মমতা। ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, গোট বিষয়টাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না তিনি। বললেন, “ও এখনও বিজেপি টিকিটে জেতা সাংসদ। ও কী করবে না করবে সেটা ওর বিষয়।” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিলেন, অর্জুন সিং হিসেব মতো বিজেপিরই।

[আরও পড়ুন: ভোটে তৃণমূলের নয়া অস্ত্র CAA, তফসিলিদের বোঝাতে নতুন কর্মসূচি চালু অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার